দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হঠাৎ লাফিয়ে বাড়তে শুরু করেছে লোকসানি কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ারের দাম। কোম্পানিটির শেয়ারের দাম মাত্র ৭ কার্যদিবসে ১৭৩ টাকা বা সাড়ে ২১ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোম্পানিটির শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সম্ভাব্য বড় কারণ ‘কারসাজি’।
ডিএসইর তথ্যানুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮০৮ টাকা। গত বুধবার দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ৯৮১ টাকায়। গত এক বছরের মধ্যে এটিই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ বাজারমূল্য।
এদিকে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যায়। সর্বশেষ ১০টা ১৫ মিনিটে এটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১ হাজার ৫ টাকায়, যা আগের দিনের চেয়ে ২৪ টাকা বেশি।
ডিএসইতে গত ৬ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৬৬৯ টাকা। সেখান থেকে তা বেড়ে এখন হাজার টাকা ছুঁই ছুঁই করছে। কোম্পানিটি কয়েক বছর ধরেই লোকসানি প্রতিষ্ঠান। ২০২০ সালের পর এটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এমনকি ২০২১ সালের মার্চের পর কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের হিসাবও দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইকে। কোম্পানিটি বন্ধ নাকি চালু, তা–ও জানেন না বিনিয়োগকারীরা। অথচ বাজারে শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সর্বশেষ ২০২১ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের যে আর্থিক হিসাব কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই প্রান্তিক শেষে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৬৯ পয়সা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি স্বল্প মূলধনি একটি কোম্পানি। এ কারণে বাজারে নানা রকম গুজব ছড়িয়ে একটি গোষ্ঠী কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটাচ্ছে। লিবরা ইনফিউশনের পরিশোধিত মূলধন দেড় কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ১৫ লাখ শেয়ারে বিভক্ত।
সম্প্রতি লোকসানি কোম্পানি লিগেসি ফুটওয়্যারকে বিশেষ সুবিধায় প্লেসমেন্টে শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ ছাড়া আরও কয়েকটি বন্ধ ও লোকসানি কোম্পানিকে নানা উপায়ে সচল করার উদ্যোগও নিয়েছে বিএসইসি। এসব কারণে লিবরা ইনফিউশনকে ঘিরে বাজারে নানা রকম গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়াচ্ছে একটি চক্র।
লোকসানি কোম্পানির এভাবে মূল্যবৃদ্ধির কারণ কী হতে পারে, জানতে চাইলে ব্রোকারেজ হাউস প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, সম্প্রতি শেয়ারবাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরনের মন্তব্য করছে।
একজন বিনিয়োগকারী বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে লিখেছেন, শেয়ারবাজারে এখন চলছে বন্ধ ও লোকসানি কোম্পানির রমরমা ব্যবসা। এ যখন অবস্থা, তখন বাজারের সব কোম্পানি যদি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তাহলে সব কটির শেয়ারেরই দাম বাড়বে। বিনিয়োগকারীরা এমন মন্তব্য করছেন সাম্প্রতিক সময়ে নিম্ন মানের কিছু কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে।