শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় তাঁর স্ত্রী সুরাইয়া বেগমকে পাঁচ কোটি টাকা ও জামাতা তুষার এল কে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই তিনজনকে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবারের সভায় জরিমানার এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বে লিজিংয়ের পরিচালক থাকা অবস্থায় সুরাইয়া বেগম সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইনের ব্যত্যয় ঘটিয়ে কোম্পানিটির শেয়ার বিক্রি করেন। একই কাজ করেছেন তাঁর স্বামী ও জামাতা। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কোম্পানির কোনো পরিচালক নির্ধারিত একটি সময়ে ওই কোম্পানির শেয়ার লেনদেন করতে পারেন না। কিন্তু উল্লেখিত তিন ব্যক্তি সেই আইন লঙ্ঘন করেছেন। এই কাজে নেতৃত্ব দিয়েছেন মূলত সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। তিনি ব্যাংকের চেয়ারম্যান হলেও পরিবারের সদস্যদের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংও পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।
বিএসইসি জানিয়েছে, উল্লেখিত তিন ব্যক্তির পাশাপাশি বে লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস ব্যাংকটির সহযোগী একটি প্রতিষ্ঠান।
এ ছাড়া ২০২১ সালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বিধি মোতাবেক প্রভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ না করায় বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে সতর্ক করেছে বিএসইসি।
এর বাইরে আজকের কমিশন সভায় গ্রাহক হিসাবে ঘাটতির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মডার্ন সিকিউরিটিজকে এক লাখ টাকা ও আনোয়ার সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্রোকারেজ হাউস দুটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে বিএসইসি।