শেয়ারবাজার
শেয়ারবাজার

প্রথম প্রান্তিকে লোকসানে আছে ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ১ পয়সা আয় হয়েছিল তাদের।

শেয়ারপ্রতি আয় হ্রাসের কারণ সম্পর্কে বলা হয়েছে, একদিকে কোম্পানির বিক্রয় রাজস্ব কমেছে, অন্যদিকে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া। সেই সঙ্গে মুদ্রার বিনিময় হার কমে যাওয়ার প্রভাবও পড়েছে। এলসি বা ঋণপত্র খোলার ক্ষেত্রেও সমস্যা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রয় রাজস্ব কমেছে ৬৭ দশমিক ৪৯ শতাংশ।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্দো–বাংলা। গতকার রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৬ পয়সা, গত বছর একই সময়ে ৯ পয়সা ছিল। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য ছিল ১৩ টাকা ৫৮ পয়সা।

গত এক বছরে ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২০ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৬ টাকা ৮০ পয়সা।

সম্প্রতি কয়েক বছরে কোম্পানিটি তেমন একটা লভ্যাংশ দেয়নি। ২০২২ সালে ১ শতাংশ, ২০২১ সালে ৪ শতাংশ, ২০২০ সালে ৪ দশমিক ৫ শতাংশ ও ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০২১ সালে ৩ শতাংশ, ২০২০ সালে ২ শতাংশ, ২০১৯ সালে ৯ শতাংশ ও ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে তারা।