শেয়ারবাজার

ইস্টার্ন হাউজিংয়ের দাম এক মাসেই বাড়ল ৬২%

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

মাত্র এক মাসে ইস্টার্ন হাউজিংয়ের ৫৪ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে সাড়ে ৮৭ টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারের দাম এক মাসে ৩৩ টাকা ৪০ পয়সা বা ৬২ শতাংশ বেড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ৮ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়েছে।

ঢাকার বাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৫ পয়েন্ট বেড়েছে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা বেশি।

শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে লেনদেনে এককভাবে আধিপত্য ছিল বস্ত্র খাতের। ডিএসইর মোট লেনদেনের ২২ শতাংশই ছিল এ খাতের। এদিন এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৩৭২ কোটি টাকা।

বেশ কিছুদিন ধরেই শেয়ারবাজারে লেনদেনে আধিপত্য বিস্তার করে চলেছে বস্ত্র খাত। এতে এ খাতের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম গত কয়েক দিনে হু হু করে বেড়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের এ খাতের প্রতি আগ্রহও বাড়ছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামনে বস্ত্র খাতের কোম্পানিগুলোর বছর শেষের লভ্যাংশ ঘোষণার কথা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি গোষ্ঠী শেয়ারের দাম বাড়াচ্ছে। আর দাম বাড়ছে বলে সাধারণ বিনিয়োগকারীরাও এ খাতে বিনিয়োগে প্রলুব্ধ হচ্ছেন।

ঢাকায় গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৯৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনে শীর্ষে থাকলেও গতকাল কোম্পানিটির শেয়ারের দাম দেড় শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমে দাঁড়িয়েছে ১১৯ টাকা ৩০ পয়সায়।