ঢাকার শেয়ারবাজারে আজ মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। দিনের শুরুতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও প্রথম এক ঘণ্টা ১০ মিনিট লেনদেনের পর দেখা গেল, তিনটি সূচকই নিম্নমুখী। সর্বনিম্ন মূল্যস্তরে আটকে থাকা কোম্পানিগুলো বাদে অন্য যেসব কোম্পানির শেয়ারের হাতবদল হয়েছে, তাদের বেশির ভাগের দাম দিনের শুরুতে বেড়েছিল, পরে আবার দাম কিছুটা কমেছে।
আজ শেয়ারবাজারের উল্লেখযোগ্য দিক হলো, দিনের প্রথম এক ঘণ্টায় লেনদেনের তালিকার দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছে প্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্ক। কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থ বছরের জন্য নগদ ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি বিনিয়োগকারীদের রাইট শেয়ার দেওয়ারও ঘোষণা দিয়েছে—বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার। এই খবরে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায় এবং এটি লেনদেনের শীর্ষে উঠে আসে। ফলে এই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। সামগ্রিকভাবে তথ্য প্রযুক্তি খাত মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। অন্যান্য খাতের মধ্যে সিরামিক খাতের শেয়ারের দাম বেড়েছে।
গত কিছুদিন বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়লেও আজ দিনের শুরুতে বিমা খাতের কোম্পানির শেয়ার লেনদেনে এক ধরনের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।
গতকাল লেনদেনে কিছুটা গতি ফিরেছিল, আজও লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে ১৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ফু ওয়াং ফুড; এই কোম্পানির লেনদেন হয়েছে ২০ কোটি ৩৫ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি টাকার শেয়ার; তৃতীয় স্থানে থাকা সি পার্লের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৩ লাখ টাকার।