শেয়ারবাজার
শেয়ারবাজার

সেমিনারে বিএসইসি কমিশনার

উত্তরাঞ্চলে বিনিয়োগকারী বাড়ানোর আহ্বান

দেশের যেসব জেলায় বিনিয়োগকারী কম, সেসব জেলায় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার আবদুল হালিম।

আবদুল হালিম বলেন, দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় পুঁজিবাজারে বিনিয়োগকারী একেবারেই কম। পাশাপাশি এসব জেলায় নারী বিনিয়োগকারীও খুবই কম। তাই এসব জেলার নারী-পুরুষকে পুঁজিবাজারমুখী করতে হবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের মাল্টিপারপাস হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তারিকুজ্জামান। সেমিনারে আরও বক্তব্য দেন ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও, ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রমুখ।

সেমিনারে বিএসইসির কমিশনার আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বুঝেশুনে বিনিয়োগ করতে হবে। যারা অন্যের কথায় প্ররোচিত হয়ে বাজারে বিনিয়োগ করেন, তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে সেটি টেকসই হয়। স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ দরকার।

বিএসইসির উদ্যোগে ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে সপ্তমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বিনিয়োগকারী সপ্তাহের শেষ দিনে ডিএসই এ সেমিনারের আয়োজন করে।