সূচকের কমছে শেয়ারবাজারে। লেনদেনের গতিও কম। আজ রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৫ পয়েন্ট। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬৬৭ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২ টির, কমেছে ১৬৬ টির, অপরিবর্তিত আছে ৪৭ টির দর।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে তাকা কোম্পানিগুলো হলো, বেক্সিমকো, সাইফ পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আমান ফিড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ফুয়াং ফুড, আইএফআইসি, লঙ্কা বাংলা ফাইন্যান্স ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে ২৭ পয়েন্ট। মোট লেনদেন হয় ২ হাজার ২২৭ কোটি টাকার।
অপরদিকে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ১৩০ টির, অপরিবর্তিত আছে ২৩ টির দর।