শেয়ারবাজারে আসার অনুমোদন পেয়েছে চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। ব্যাংকটি ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে।
বিএসইসি জানিয়েছে, ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে আইপিওতে ১০ কোটি শেয়ার ছাড়বে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা অর্থ ব্যাংকটি সরকারি বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতেও এ অর্থ ব্যবহার করা হবে। চতুর্থ প্রজন্মের দ্বিতীয় ব্যাংক হিসেবে শেয়ারবাজারে আসার অনুমোদন পেল সাউথ বাংলা। এর আগে গত ২২ মার্চ চতুর্থ প্রজন্মের প্রথম ব্যাংক হিসেবে এনআরবি কর্মাশিয়াল (এনআরবিসি) ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
ব্যাংকটি গত সেপ্টেম্বরে সমাপ্ত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার আবেদন করেছে। তাতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৯৪ পয়সা।
বিএসইসি আরও জানিয়েছে, এসবিএসি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোনো লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না। ব্যাংকটি গত সেপ্টেম্বরে সমাপ্ত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার আবেদন করেছে। তাতে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৯৪ পয়সা। ব্যাংকটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।