আইপিওর আবেদন

শেয়ারবাজারে আসতে চায় এনআরবিসি ব্যাংক

চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে প্রথম ব্যাংক হিসেবে শেয়ারবাজারে আসার আবেদন করেছে এনআরবিসি ব্যাংক।

একনজরে ব্যাংকটি

  • যাত্রা শুরু ২০১৩ সালে।

  • পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা।

  • শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

  • শেয়ারবাজার থেকে তুলতে চায় ১২০ কোটি টাকা।

  • ২০১৯ সাল শেষে মুনাফা ১১৫ কোটি টাকা।

  • ২০১৯ সাল শেষে ইপিএস ২.০২ টাকা।

চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবি কমার্শিয়াল বা এনআরবিসি ব্যাংক শেয়ারবাজারে আসার আবেদন করেছে।

চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবি কমার্শিয়াল বা এনআরবিসি ব্যাংক শেয়ারবাজারে আসার আবেদন করেছে। ২০১৩ সালের অনুমোদন পাওয়া এ ব্যাংক শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা মূলধন হিসেবে সংগ্রহ করতে চায়। এ জন্য কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১২ কোটি শেয়ার ছাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে কোম্পানিটি শেয়ার ছাড়ার আবেদন করেছে।

২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ৯টি ব্যাংক অনুমোদন পায়। এর মধ্যে প্রবাসীদের সমন্বয়ে গঠিত এনআরবিসি ব্যাংক একটি। যাত্রা শুরুর পরপরই ব্যাংকটি বিভিন্ন ঋণ অনিয়মে জড়িয়ে পড়ে। এ কারণে ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরাছত আলী ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মজিবর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের অনুমোদন দেওয়ার সময় এনআরবিসিসহ চতুর্থ প্রজন্মের সব কটি ব্যাংককে কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার শর্ত বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

কিন্তু চতুর্থ প্রজন্মের সব ব্যাংক সেই শর্ত পূরণ না করে দফায় দফায় তালিকাভুক্তির সময় বাড়িয়ে নেয়। তারই অংশ হিসেবে কার্যক্রম শুরুর সাত বছর পর এসে চতুর্থ প্রজন্মের প্রথম ব্যাংক হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদন করেছে এনআরবিসি।

দেশে বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত মিলিয়ে মোট ব্যাংকের সংখ্যা ৬০। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ৬টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪২টি, বিশেষায়িত ব্যাংক ৩টি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৯টি। এসব ব্যাংকের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে ৩০টি।

আইপিও আবেদনের তথ্য থেকে জানা যায়, ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধন প্রায় ৫৮২ কোটি ৫২ লাখ টাকা। আইপিওর মাধ্যমে ১২০ কোটি টাকা পুঁজি সংগ্রহ করার অনুমোদন পাওয়ার পর এ মূলধন বেড়ে দাঁড়াবে ৭০২ কোটি ৫২ লাখ টাকায়। ব্যাংকটি আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রির আগ্রহ দেখিয়েছে। আইপিওর মাধ্যমে ব্যাংকটি যে পুঁজি সংগ্রহ করবে, তার মধ্য থেকে ১১০ কোটি টাকা সরকারি বিভিন্ন সিকিউরিটিজে, ৬ কোটি টাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ শ্রেণির কোম্পানিতে বিনিয়োগ করবে বলে জানিয়েছে আবেদনে। বাকি ৪ কোটি টাকা আইপিও প্রক্রিয়া বাবদ খরচ করা হবে।

দেশে বর্তমানে রাষ্ট্রমালিকানাধীন, বেসরকারি, বিদেশি ও বিশেষায়িত মিলিয়ে মোট ব্যাংকের সংখ্যা ৬০। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ৬টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪২টি, বিশেষায়িত ব্যাংক ৩টি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৯টি। এসব ব্যাংকের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে ৩০টি। অর্থাৎ দেশে যত ব্যাংক আছে, তার অর্ধেকই এখনো শেয়ারবাজারের বাইরে রয়েছে। এনআরবিসি ব্যাংক তালিকাভুক্তির অনুমোদন পেলে শেয়ারবাজারে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১।

এনআরবিসি ব্যাংকের আইপিওর বিবরণীপত্র বা প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা করেছে ১১৫ কোটি টাকা। তাতে বছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২ পয়সায়। আর চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-ডিসেম্বর) ব্যাংকটি কর-পরবর্তী মুনাফা করেছে ৩৬ কোটি টাকা। তাতে এ সময়ে ইপিএস দাঁড়িয়েছে ৬২ পয়সায়।

জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছর শেয়ারবাজার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তাই আমাদের শেয়ারবাজারে আসার পরিকল্পনা কিছুটা পিছিয়ে যায়। এখন বাজার পরিস্থিতিরউন্নতি হওয়ায় আমরা আইপিওর আবেদন করেছি। বাজার থেকে যে অর্থ সংগ্রহ করা হবে, তা সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।’

এক উদ্যোক্তাকে ৪ কোটি টাকা জরিমানা

আইন লঙ্ঘন করে কোনো ঘোষণা ছাড়া তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হিসেবে শেয়ার বিক্রি করায় বিমা খাতের এক উদ্যোক্তা পরিচালককে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় গতকাল বুধবার এ জরিমানা করা হয়। সভা শেষে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সভায় কাসেম সিল্ক মিলস ও কাসেম টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক বাদে বাকি সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা নিজ নিজ কোম্পানির বার্ষিক হিসাব শেষ হওয়ার দুই মাস আগে থেকে ওই হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো শেয়ার ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা গ্রহণ করতে পারেন না।

বিএসইসি জানিয়েছে, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সাবিহা খালেক সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কোম্পানিটির শেয়ার বিক্রি করে দেন। এ কারণে তাঁকে ৪ কোটি টাকা জরিমানা করা হয়।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা নিজ নিজ কোম্পানির বার্ষিক হিসাব শেষ হওয়ার দুই মাস আগে থেকে ওই হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো শেয়ার ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা গ্রহণ করতে পারেন না। কিন্তু এ বিধি ভঙ্গ করে শেয়ার লেনদেন করেন সাবিহা খালেক। এ কারণে তাঁকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

এদিকে, শেয়ারবাজারে গতকাল সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৬ পয়েন্টের মতো বেড়েছে। সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে ১৭৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৮৮৯ কোটি টাকায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ২৭ পয়েন্ট। সেখানকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কমে নেমে এসেছে ২৬ কোটি টাকায়।