শেয়ারবাজারে আসছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। গতকাল রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে। আইপিওতে দেড় কোটি শেয়ার ছেড়ে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা কোম্পানিটি যন্ত্রপাতি কেনা, দালানকোঠা নির্মাণ ও ভূমি উন্নয়নের কাজে ব্যয় করবে।
শেয়ারবাজারে যেদিন থেকে কোম্পানিটির লেনদেন শুরু হবে, সেদিন থেকে তিন বছর পর্যন্ত কোম্পানিটির আইপিও–পূর্ববর্তী শেয়ারধারীরা কোনো শেয়ার কেনাবেচা করতে পারবেন না। আবার যত দিন কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১ টাকা না হবে, তত দিন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা কোনো লভ্যাংশ নিতে পারবেন না।