লেনদেন শুরুর দ্বিতীয় দিনেও বিক্রেতাশূন্য হয়ে পড়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের শেয়ার। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ১০ পয়সায়। শেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা। হাতবদল হয়েছে মাত্র ৩ হাজার ৮৭৬টি শেয়ার।
চতুর্থ প্রজন্মের দ্বিতীয় ব্যাংক হিসেবে আজ থেকে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। এর আগে গত মার্চে এ প্রজন্মের এনআরবিসি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ কোটি শেয়ার বিক্রি করেছে।
গতকাল বুধবার প্রথম দিন লেনদেনের শুরুতেই কোম্পানিটির প্রায় পাঁচ কোটি শেয়ারের ক্রয়াদেশ ছিল দিনের সর্বোচ্চ দামে। কিন্তু বিক্রেতা ছিল না। এ কারণে হাতে গোনা কিছু শেয়ারের লেনদেন হয়েছে প্রথম দিনে। নিয়ম অনুযায়ী নতুন তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ারের দাম লেনদেনের প্রথম দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে সাউথ বাংলা ব্যাংকের আইপিওর চাঁদা গ্রহণে প্রায় ১৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। আইপিওর মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের জন্য আইপিওতে ১০ কোটি শেয়ার বিক্রি করে। ১০০ কোটি টাকার শেয়ারের জন্য আবেদন জমা পড়ে প্রায় ১ হাজার ৩৯১ কোটি টাকার। সাউথ বাংলা ব্যাংকের আইপিওর শেয়ার বরাদ্দ পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৩৭৫ জন সাধারণ বিনিয়োগকারী। প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে ৬০০ টাকা সমমূল্যের ৬০টি শেয়ার বরাদ্দ পেয়েছেন।
ব্যাংকটি তাদের আইপিও আবেদনের সময় জানিয়েছে, শেয়ারবাজার থেকে যে টাকা সংগ্রহ করা হবে, তার সিংহভাগ অর্থ বিনিয়োগ করা হবে সরকারি বিভিন্ন সিকিউরিটিজে। বাকি টাকায় আইপিওর খরচ মেটানো হবে। ব্যাংকটির আইপিওর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল মার্চেন্ট ব্যাংক আইসিবি ক্যাপিটাল।