শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার এক দিনে ৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারের মালিকানা নির্ধারণসংক্রান্ত রেকর্ড তারিখের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। আজ লেনদেন বন্ধের দিনে যাঁদের হাতে শেয়ার থাকবে, তাঁরাই কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ পাবেন।
এদিকে একসঙ্গে তিন ডজনের বেশি কোম্পানির লেনদেন বন্ধের প্রভাব সূচক ও লেনদেনে পড়ে কি না, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে দিনের লেনদেন শেষ হওয়া পর্যন্ত। আজ যেসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে, তার মধ্যে ভালো মৌলভিত্তির কোম্পানি যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্বল মৌলভিত্তির কোম্পানিও। এ কারণে বাজারসংশ্লিষ্টরা বলছেন, ৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ থাকলেও শেষ পর্যন্ত সূচক বা লেনদেনের তার খুব বেশি নেতিবাচক প্রভাব না–ও পড়তে পারে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, আজ সপ্তাহের শেষ দিনে যেসব কোম্পানির শেয়ারের হাতবদল বন্ধ থাকবে, সেগুলো হলো এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভ্যানাইজিং, আরগন ডেনিম, আজিজ পাইপস, বিডিকম, বেঙ্গল উইন্ডসোর, কপারটেক, দেশ গার্মেন্টস, ডেসকো, ই-জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হারভেস্ট, আইটি কনসালট্যান্টস, জেএমআই সিরিঞ্জ, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন, লুব-রেফ, মালেক স্পিনিং, ন্যাশনাল ফিড মিলস, ওয়াইম্যাক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিম, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সায়হাম টেক্সটাইল, সাভার রিফ্যাক্টরিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল ও জাহিন টেক্সটাইল।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে এক দিনে তিন ডজন কোম্পানির লেনদেন বন্ধ ছিল না। আজ যেসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে সেগুলোর বেশির ভাগেরই বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামী মাসে। নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি বোনাস লভ্যাংশ ঘোষণা করে তবে রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবসে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দামের সঙ্গে সেই বোনাস লভ্যাংশকে সমন্বয় করা হয়। তাতে দেখা যায়, বোনাস লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ারের দাম রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবসের শুরুতে কম থাকে। তবে দিনের উত্থান-পতনের মাধ্যমে সেই দামের হেরফের হয়।