তিন দিন উত্থানের পর আবার সূচক কমেছে শেয়ারবাজারে। আজ রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬৯৩০ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০৪ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনর পরিমাণও কিছুটা কমেছে। আজ ১ হাজার ১১১ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম। গত কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, দর কমেছে ২৭৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি দর।
গত কার্নযদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১৩ পয়েন্ট। সব মিলিয়ে তিন দিনে সূচক বেড়েছে ১৯৬ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, জেনেক্স ইনফয়েস, সাইফ পাওয়ার, বিএটিবিসি, এনআরবিসি ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও ডেলটা লাইফ।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সেনাকল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেমিনি সি ফুড, গোল্ডেন সন, অ্যাপেক্স ফুডস, লাভেলো, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মতিন স্পিনিং, জিকিউ বলপেন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অপর বাজার সিএসই লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১৯৮ টির, অপরিবর্তিত আছে ২০ টির দর।