করোনার সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ বাড়ল

করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল।
করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল।

করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষাসামগ্রী আমদানির শুল্কমুক্ত সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গত ৩০ সেপ্টেম্বর শুল্ক-করমুক্ত আমদানি–সুবিধার মেয়াদ শেষ হয়েছিল। এরপর সেই মেয়াদ নতুন করে তিন মাস বাড়ানো হয়েছে।

হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাঁচামাল, মাস্ক, সুরক্ষা পোশাকসহ ১২ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে করোনার কারণে।

ফলে এসব পণ্য আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম ভ্যাট ও অগ্রিম কর দিতে হবে না।

এনবিআরের দেওয়া প্রজ্ঞাপনে শুল্কমুক্ত সুবিধায় সুরক্ষাসামগ্রী আমদানির ক্ষেত্রে আমদানিকারককে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, কী পরিমাণ পণ্য আমদানি করা হবে, তা ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হতে হবে।

দ্বিতীয়ত, আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না, তা ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এবং নিয়মিত তদারক করতে হবে।