দেশের উৎপাদনমুখী শিল্প থেকে শুরু করে বিভিন্ন খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে। নারীদের এমন অংশগ্রহণ বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। তবে বৈচিত্র্যপূর্ণ ও টেকসই উন্নয়নের জন্য প্রচলিত ধারার বাইরে গিয়ে নারীদের আরও নতুন নতুন উদ্যোগ নিতে হবে।
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।
উদ্যোক্তাবিষয়ক প্ল্যাটফর্ম চাকরি খুঁজব না চাকরি দেব, আর্থিক প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস), গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশসহ কয়েকটি প্রতিষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সহযোগিতা করেছে এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, হাল ফ্যাশন, ক্রিয়েটিভ সফট টেকনোলজি, কাজ৩৬০ ও পেন্সিল।
এবারের নারী উদ্যোক্তা দিবসের প্রতিপাদ্য ছিল—‘নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়া।’ দিবসটি পালনে ড্যাফোডিল প্লাজার রুফটপ মিলনায়তনে বেশ কিছু নারী উদ্যোক্তা একত্র হন। তাঁরা আড্ডা, নেটওয়ার্কিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও নানা রকম খাবারের স্বাদ গ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেন। এ ছাড়া নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মজার গেম ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ বছরের আয়োজনে পাঁচ শ্রেণিতে সেরা পাঁচজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন সেলফি উদ্যোক্তা শ্রেণিতে আজেরাহ ক্লোসেটের প্রতিষ্ঠাতা শাহিদা আমিন, কনফিডেন্ট উদ্যোক্তা শ্রেণিতে শৈলীর প্রতিষ্ঠাতা তাহমিনা শৈলী, ফ্রেন্ডলি উদ্যোক্তা শ্রেণিতে ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার লতিফা সিকদার, স্মাইলি উদ্যোক্তা শ্রেণিতে নুয়েরীর ক্রিয়েটিভ ডিরেক্টর নুজহাত সোম ও সাপোর্টিভ উদ্যোক্তা শ্রেণিতে ক্লাসিমার্টের প্রতিষ্ঠাতা মাহিনুর মুমু।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক ইউনিট প্রধান জোসেফ গিবলিন। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত ধারার বাইরে গিয়ে নারীদের আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।
মাইডাসের চেয়ারম্যান জাহিদা ইস্পাহানী বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্পোদ্যোগে এ দেশের মেয়েদের অংশগ্রহণ বহির্বিশ্বে আমাদের আরও বেশি গর্বিত করে তুলছে।’
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস আয়োজনে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
আয়োজন সম্পর্কে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, দেশের অর্থনীতিতে নারীর অবদান দিন দিন বাড়ছে। এ জন্য তাঁদের মূল্যায়ন ও সাফল্য উদ্যাপন করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক পারভীন মাহমুদ; মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল বাশার, পরিচালক এস এম আকবর; বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার; বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স) মাহফুজা লিজা; এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মো. গাজী তৌহিদুর রহমান, ট্যানের উদ্যোক্তা তানিয়া ওয়াহাব প্রমুখ।