কেউ যদি স্যান্ডউইচ পছন্দ করে আর তার জন্য নিজস্ব নাম পরিবর্তন করতে আপত্তি না থাকে, তাহলে এ সুযোগ তাঁর জন্যই। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট ফুড প্রতিষ্ঠান সাবওয়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছে।
স্যান্ডউইচের জন্য সুপরিচিত ফাস্ট ফুড চেইনটি এ সপ্তাহে ঘোষণা করেছে, যদি কেউ তাঁর নাম আইনগত প্রক্রিয়ায় পরিবর্তন করে ‘সাবওয়ে’ রাখে, তাহলে সেই গ্রাহককে আজীবন বিনা মূল্যে ‘ডেলি হিরো’ নামের স্যান্ডউইচ দিয়ে যাবে ব্র্যান্ডটি। তবে মাত্র একজন গ্রাহক এ সুযোগ পাবেন বলে জানিয়েছে সিএনএন।
সাবওয়ে বলছে, ব্র্যান্ডের বড় ভক্তদের জন্য তারা এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
যুক্তরাষ্ট্রের যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সবার অংশগ্রহণের জন্য আগামী ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত সাবওয়ে নেম চেঞ্জ ডটকম নামের ওয়েবসাইটটি উন্মুক্ত থাকবে। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং তাঁকে নাম পরিবর্তন করতে হবে। তাহলেই আজীবনের জন্য বিনা মূল্যে স্যান্ডউইচ জেতার সুযোগ পাবেন সেই গ্রাহক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নাম পরিবর্তনের জন্য সব ধরনের আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে সাবওয়ে। বিজয়ী প্রতিযোগীর নাম-ঠিকানা পরীক্ষা করা হবে এবং পুরস্কার গ্রহণের চার মাসের মধ্যে নাম পরিবর্তনের প্রমাণ দিতে হবে। বিজয়ী ব্যক্তি ৫০ হাজার ডলার সমমূল্যের গিফট কার্ড পাবেন বলে জানিয়েছে সাবওয়ে।
২০২২ সালে সাবওয়ের এক ভক্ত পুরো পায়ে সাবওয়ের একটি সিরিজ লোগো আঁকান, যার জন্য তাঁর দুই দিন সময় লাগে। সে জন্য এই ভক্তকে আজীবন সাবওয়েতে বিনা মূল্যে খাওয়ার সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। এবারের প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার সময় সেই ঘটনার বর্ণনা করে সাবওয়ে।
এ মাসের শুরুর দিকে সাবওয়ে ডেলি হিরো নামের নতুন একটি স্যান্ডউইচ বাজারে এনেছে। এর বিশেষত্ব হলো এটিতে কোল্ড কাট (ঠান্ডা মাংসের টুকরা) রয়েছে এবং ক্রেতাদের সামনেই স্যান্ডউইচ প্রস্তুত করা হয়।
ডেলি হিরো নামের এই নতুন স্যান্ডউইচ বাজারে আনতে প্রায় দুই বছর সময় নেয় ব্র্যান্ডটি। এটি প্রস্তুত করার জন্য ২০ হাজার রেস্তোরাঁয় ৮ কোটি ডলারের বেশি ব্যয়ে ডেলি মিট স্লাইসার (মাংস কাটার যন্ত্র) স্থাপন করা হয়েছে। এ ঘটনাকে তাদের ইতিহাসের সবচেয়ে জটিল পরিবর্তন বলে অভিহিত করেছে ব্র্যান্ডটি।
নতুন ডেলি হিরো বাজারে আনার পর ২০ লাখের বেশি এই স্যান্ডউইচ বিক্রি হয়েছে বলে জানিয়েছে সাবওয়ে।