ডিজিটাল পেমেন্ট পদ্ধতি আরও সহজ করতে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক কোম্পানি হা-মীম গ্রুপ। চুক্তির আলোকে এইচএসবিসির অনলাইন প্ল্যাটফর্ম এইচএসবিসিনেটের মাধ্যমে হা-মীম গ্রুপের সব ধরনের ডিজিটাল পেমেন্ট পরিচালনা করা হবে।
সম্প্রতি হা-মীম গ্রুপের কার্যালয়ে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারবিষয়ক প্রধান স্টুয়ার্ট রজার্স, গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভবল ফাইন্যান্সের প্রধান ইয়েন ট্যান্ডি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ প্রমুখ।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এইচএসবিসি। ব্যাংকটি বলেছে, হা-মীম গ্রুপের জন্য সহজতর ও সাশ্রয়ী পেমেন্ট পদ্ধতি পরিচালনা করবে এইচএসবিসি। এ ব্যবস্থায় একটি সম্মিলিত ফাইল আপলোডের মাধ্যমে একাধিক বিক্রেতার পেমেন্ট ব্যবস্থাপনা সম্ভব হবে।
পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা সম্ভব হবে জানিয়ে এইচএসবিসি বলেছে, এর মাধ্যমে হা-মীম গ্রুপ ব্যাংকে না গিয়ে পেমেন্ট প্রক্রিয়া অত্যন্ত কম সময়ে ও ত্রুটিহীনভাবে করতে পারবে। এ ছাড়া এ প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমবে। ফলে পরিবেশও সুরক্ষিত থাকবে।
এ বিষয়ে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, হা-মীম গ্রুপ অল্প সময়ের মধ্যেই রপ্তানি বাণিজ্যে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করার পরিকল্পনা করছে। এইচএসবিসির এই ডিজিটাল উদ্ভাবন সেই কৃতিত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারবিষয়ক প্রধান স্টুয়ার্ট রজার্স বলেন, ডিজিটাল রূপান্তরমূলক কার্যক্রম ব্যাংকের কাজের অবিচ্ছেদ্য অংশ। নতুন এই উদ্যোগ উভয় পক্ষের জন্য লাভজনক হবে। পাশাপাশি হা-মীম গ্রুপের ডিজিটাল যাত্রায় সহায়ক হবে এটি।
এইচএসবিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসিভবল ফাইন্যান্সের প্রধান ইয়েন ট্যান্ডি বলেন, ‘এইচএসবিসি দেশের নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের সঙ্গে সম্মিলিতভাবে কাজের মাধ্যমে যুগান্তকারী বিভিন্ন আর্থিক সমাধানের সূচনা করে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে হা-মীম গ্রুপকে প্রগতিশীল ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সমাধান দেওয়া আমাদের অঙ্গীকার।’
সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসবিসি জানিয়েছে, তাদের অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম এইচএসবিসিনেট স্থানীয় পেমেন্টের কাজে কাগজনির্ভর প্রক্রিয়ার পরিবর্তে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে সহজে লেনদেন করার সুবিধা দেয়। এ ছাড়া এইচএসবিসিনেটের নিরাপত্তা ও অডিট ট্রেইলের মাধ্যমে গ্রাহকদের স্বল্প ব্যয়ে দ্রুতগতির ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। এইচএসবিসির এই প্ল্যাটফর্মে অনলাইন ট্রেড প্রসেসিং ও লেনদেন করা সম্ভব। এর মাধ্যমে গ্রাহকেরা বাণিজ্যিক কর্মকাণ্ডে আরও দক্ষতা অর্জন করতে পারবে।