বিজিএপিএমইএর নির্বাচন অংশগ্রহণকারী ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন এই প্যানেলের লিডার মো. শাহরিয়ার। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে
বিজিএপিএমইএর নির্বাচন অংশগ্রহণকারী ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন এই প্যানেলের লিডার মো. শাহরিয়ার। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে

বিজিএপিএমইএর নির্বাচন

ইশতেহারে ২৩ দফা প্রতিশ্রুতি দিল ঐক্য পরিষদ

দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক বা প্যাকেজিং পণ্য সরবরাহকারী কারখানার মালিকদের সংগঠন বিজিএপিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ১১ মে অনুষ্ঠিত। ২০২৪-২৬ মেয়াদের এ নির্বাচনে ঐক্য পরিষদ নামের প্যানেলটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। তিনি নির্বাচনী ইশতেহারে পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য খাতকে স্মার্ট ও গতিশীল করতে ২৩ দফা প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে তৈরি পোশাকের ন্যায় বিজিএপিএমইএর মাধ্যমে আমদানি প্রাপ্যতা (ইউপি) ইস্যু, ইউপির মেয়াদ এক বছর থেকে তিন বছরে উন্নীত করা, স্মার্ট এসওপির মাধ্যমে সদস্যদের সেবা দেওয়া ও একটি সেবা সেল গঠন করা ইত্যাদি।

রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার রাতে ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন মো. শাহরিয়ার। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঐক্য পরিষদ প্যানেল।

ঐক্য পরিষদ তাদের নির্বাচনী ইশতেহারে আরও প্রতিশ্রুতি দিয়েছে, রপ্তানি মূল্য আদায় সেল গঠন করে বকেয়া আদায়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বাচলে বিজিএপিএমইএর জন্য বরাদ্দকৃত তিন বিঘা জমির নিবন্ধন ও বিজিএপিএমইএ ইনস্টিটিউট অব প্যাকেজিং (বিপা) স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএর সাবেক পরিচালক খসরু চৌধুরী ঐক্য পরিষদের ২১ প্রার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিজিএপিএমইএর সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও সহসভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ।