১০–১২ বছর ধরে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বড় প্রকল্পের জন্য উচ্চশক্তির রড নির্মাণের প্রয়োজনীয়তা তৈরি হয় দেশে। সেই প্রয়োজনীয়তা সামনে রেখে বিএসআরএম উচ্চশক্তির নানা ধরনের রড উৎপাদন করেছে। এতে সরকারের নেওয়া বড় বড় প্রকল্পের জন্য বিদেশ থেকে কোনো রড আমদানি করতে হয়নি। বড় বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের নীতির কারণেই বিএসআরএম বড় হতে পেরেছে।
আবার দেশের অগ্রগতির কারণে রডের চাহিদাও বেড়েছে। এই চাহিদাকে কেন্দ্র করে প্রতিনিয়ত কারখানা সম্প্রসারণ করতে পেরেছি আমরা। কারখানার উৎপাদনক্ষমতা যত বেড়েছে, কাঁচামাল আমদানিও ততই বেড়েছে। এতে কাঁচামাল আমদানিতে খরচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো রড রপ্তানি বাড়ানো। সেই চেষ্টাই করে যাচ্ছি। কারণ, বিএসআরএমসহ দেশীয় কয়েকটি কারখানা এখন বিশ্ব মানের রড উৎপাদন করছে। বিশ্বের বহু দেশের মান অনুযায়ী আমরা এ দেশে রড উৎপাদন করেছি। এর অর্থ মানের দিক থেকে আমাদের পণ্যের রপ্তানির সক্ষমতা রয়েছে।
বৈশ্বিক কারণে বর্তমানে দেশে জ্বালানি–বিদ্যুৎ নিয়ে সংকট চলছে। আমাদের প্রত্যাশা, এই সংকট দ্রুত কেটে যাবে। সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হলে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
বিএসআরএম এত দূর আসার পেছনে সরকারের বড় ভূমিকা রয়েছে। সে জন্য আমরা সব সময় সরকারকে ধন্যবাদ দিই। কারণ, বড় প্রকল্প হাতে নেওয়ার সরকারের নীতি না থাকলে আমরাও বড় হতে পারতাম না।
বিএসআরএম এ বছর ৭০ বছরে পা রেখেছে। গ্রুপটি এখন প্রায় পাঁচ হাজার সদস্যের পরিবার। গ্রুপে এখন তৃতীয় প্রজন্ম নেতৃত্বে এসেছে। দেশের জন্য কিছু করাই আমাদের লক্ষ্য। আমরা এই দেশের অগ্রগতি দেখতে চাই।