রিমার্ক এইচবি লিমিটেড যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে দুই লাখ ডলারের কসমেটিকস বা প্রসাধনী ও স্কিনকেয়ার বা ত্বক পরিচর্যার প্রসাধন পণ্য রপ্তানির আদেশ পেয়েছে, যা দেশীয় মুদ্রায় ২ কোটি ৪০ লাখ টাকার মতো। গতকাল শনিবার ৪০ হাজার মার্কিন ডলারের পণ্যের শিপমেন্ট বা জাহাজীকরণ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি কারখানায় উৎপাদিত এসব পণ্য আমাজন নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হবে। রিমার্ক এইচবি হচ্ছে রিমার্ক এলএলসি ইউএসএর অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
রিমার্ক এইচবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পণ্য রপ্তানি উপলক্ষে আজ শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রিমার্ক-হারল্যানের পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবং রিমার্ক ফুলফিলমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমদাদুল হক সরকারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
রিমার্ক-হারল্যানের পরিচালক ও চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে রপ্তানি আদেশ পেয়েছি। এই রপ্তানি আদেশ এটাই প্রমাণ করে যে বিশ্বের কসমেটিকস ও স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নতুন মাইলফলক অর্জন করেছে। সারা পৃথিবীর মানুষ আমাদের পণ্য ব্যবহার করবে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর শুরুটা আমার হাত দিয়ে হলো। এতে আমি খুবই আবেগাপ্লুত।’
বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ‘কিছুদিন আগে আমি রিমার্কের কারখানা পরিদর্শন করে এসেছি। তাদের “স্টেট অব দ্য আর্ট ব্যবস্থাপনা” দেখে আমি অভিভূত হয়েছিলাম। আজকে তাদের এই অর্জনে আমি আনন্দিত। আমি আশা করি, তাদের আগামী দিনের পথচলায় আরও অনেক প্রাপ্তি যোগ হবে এবং বিশ্বে তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।’