মেশিনে কাজ করছেন নারী পোশাকশ্রমিক
মেশিনে কাজ করছেন নারী পোশাকশ্রমিক

আশুলিয়া অঞ্চলের পোশাক শ্রমিকেরা অতিরিক্ত হাজিরা বোনাস পাবেন ২২৫ টাকা

হাজিরা বোনাস হিসেবে আশুলিয়া অঞ্চলের পোশাক শ্রমিকেরা মাসে অতিরিক্ত ২২৫ টাকা পাবেন। গতকাল বিভিন্ন পক্ষের এক দীর্ঘ বৈঠকের পর বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক নেতা ও আশুলিয়া অঞ্চলের কারখানা মালিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান বলেন, বিভিন্ন কারকানা নিজেদের সক্ষমতা অনুযায়ী শ্রমিকদের হাজিরা বোনাস দেয়। আশুলিয়া অঞ্চলের শ্রমিকেরা যত বোনাই পান না কেন, এখন থেকে তাঁরা অতিরিক্ত ২২৫ টাকা পাবেন। হাজিরা বোনাস মূলত শ্রমিকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত হওয়ার জন্য প্রণোদনা হিসেবে দেওয়া হয়।

রাজধানী বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, হা–মীম গ্রুপের এমডি এ কে আজাদ, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার প্রমুখ।

বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, যেমন মঙ্গলবার কারখানা খোলা রাখা এবং দক্ষতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া। সেই সঙ্গে শ্রমিক নেতারা কারখানায় পুরুষ শ্রমিক নিয়োগ বৃদ্ধির কথা বলেছেন।