ডলারে ভাড়া চায় বিএসইজেড, কেন্দ্রীয় ব্যাংকের আপত্তি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চলের জমির ভাড়া ডলারে নিতে চায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। তবে ডলার–সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক ডলারের পরিবর্তে টাকায় ভাড়া দিতে বলেছে। তবে বিষয়টি মানতে রাজি নয় বেজা। এ জন্য আজ বৃহস্পতিবার বিশেষ সভা ডেকেছে বেজা। এতে সভাপতিত্ব করবেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

জানা যায়, দেশে প্রথমবারের মতো জিটুজি ভিত্তিতে (দুই দেশের সরকারের অংশীদারত্বে) অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালে জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে বাংলাদেশ সরকার জয়েন্ট ভেঞ্চার চুক্তি করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড নামে ওই নতুন কোম্পানির যাত্রা শুরু হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে যৌথভাবে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে জাপান ও বাংলাদেশ সরকার।

এই অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ পায় সিঙ্গার বাংলাদেশ। গত জুন শেষে সিঙ্গার বাংলাদেশের ৫৭ শতাংশ শেয়ারের মালিক ছিল বিদেশিরা। জমি বরাদ্দ চুক্তিতে বলা হয়, বরাদ্দপ্রাপ্ত জমির ভাড়ার অর্থ ডলারে পরিশোধ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে বেজা ডলারে ভাড়া নিতে বাংলাদেশ ব্যাংকের মতামত চায়। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের পরিবর্তে টাকায় ভাড়া নিতে বলেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জমির ভাড়া ডলারে নেওয়া হলে অনেককে ডলার কিনে ভাড়া দিতে হবে। এতে বাজারের ওপর উটকো চাপ তৈরি হবে। যার কোনো প্রয়োজন নেই। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ডলার–সংকটের বিষয়টি বুঝলে সমস্যা অনেকটা কেটে যাবে।

এদিকে গতকাল ব্যাংকগুলো প্রবাসী আয় আনতে প্রতি ডলারে ১০৭-১০৮ টাকা দিয়েছে। ফলে আমদানিকারকদেরও বাড়তি দামে ডলার কিনতে হয়েছে।