নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, সেটি বিগত সরকারের আমলের মতো করা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। গ্যাসের দাম বাড়ানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে আনুমানিক ২৮ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। এটির ভার সবাইকে নিতে হবে। না হয় অর্থনীতি আরও খাদে পড়বে।
দ্বিতীয় প্রজন্মকে ব্যবসায় আসার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এদের ব্যবসায় আনতে না পারলে তার দায় সবাইকে নিতে হবে। সম্পর্ক দিয়ে নয়, সক্ষমতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করারও আহ্বান জানান তিনি।
ঢাকায় চার দিনব্যাপী তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্ট এক্সেসরিজ ও মোড়ক বা প্যাকেজিং পণ্যের পাশাপাশি সেগুলো উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী গ্যাপেক্সপো-২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ বুধবার রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই প্রদর্শনীতে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিউবিশন। বিজিএপিএমইএর পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ঢাকায় কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দ গোপাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আমরা এক অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। সরকার আবারও গ্যাসের দাম বাড়াচ্ছে। বিগত সরকার কোনো ধরনের আলোচনা ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছিল। এই সরকারও কোনো ধরনের আলোচনা ছাড়াই একই কাজ করছে।’
বিকেএমইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, হঠাৎ কেন প্রতি ইউনিট গ্যাসের দাম ৭০-৭৫ টাকা দিতে হবে তা আমাদের বোধগম্য নয়। এতে করে স্থানীয় নতুন ও পুরোনো শিল্পগুলো নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় পড়বে। আন্তর্জাতিক বাজারেও সক্ষমতা হারাবে। তিনি আরও বলেন, ২০২৬ সালে এলডিসি উত্তরণ হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটাকে কেন্দ্র করে গত সরকার রপ্তানি প্রণোদনা বন্ধ করে দিয়েছে। আমাদের সুতা ও কাপড় আমদানি করতে হচ্ছে। এতে স্থানীয় টেক্সটাইল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এলডিসি থেকে উত্তরণ পাঁচ বছর পিছিয়ে দেওয়ার দাবি করেন তিনি।
বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, দেশে ৩৭ শতাংশ শিক্ষিত বেকার। উৎপাদন শিল্প ছাড়া এই বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। আসলে আমরা উৎপাদন শিল্প চাই কি না, তা নিয়ে মাঝেমধ্যে সন্দেহ জাগে। কারণ, ব্যাংকঋণের সুদের হার, জ্বালানির দাম কোনোটাই এখন আর অনুকূলে নয়।