মোটরসাইকেল তৈরি হয় ১৮৮৫ সালে

মোটরসাইকেল
প্রতীকী ছবি

মোটরসাইকেলের ইতিহাস বেশ পুরোনো। বিশ্বের প্রথম পেট্রলচালিত মোটরসাইকেল আবিষ্কৃত হয় ১৮৮৫ সালে। জার্মানির ব্যাড ক্যাস্তাতে এ মোটরসাইকেল তৈরি করেছিলেন সে দেশের দুই ব্যক্তি—গতলিয়েব ডেইমলার ও উইলহেম মেব্যাচ। তাঁরা জার্মান ভাষায় এটির নাম দেন ‘ডেইমলার রিতওয়াগন’, বাংলায় ‘চড়ার গাড়ি’।

যুক্তরাজ্যের বিমা কোম্পানি ডেভিট ইনস্যুরেন্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, দ্বিচক্রযান অর্থাৎ সাইকেলকে যন্ত্রচালিত করতে ইউরোপের বিভিন্ন দেশে চেষ্টা চলছিল উনিশ শতকের শেষ ভাগে। তবে সাধারণতভাবে মোটরসাইকেল তৈরির কৃতিত্ব দেওয়া হয় জার্মানির গতলিয়েব ডেইমলারকে।

এর আগে অবশ্য স্টিম বা বাষ্পচালিত দুই চাকার গাড়ি বা মোটরসাইকেল তৈরি হয় ফ্রান্সে, যা ১৮৬৭ সালে তৈরি করেন মিশক্স-পেরেঅক্স। একই সময়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিলভেস্টার এইচ রোপার রক্সবেরি তৈরি করেন রোপার স্টিম ভেলোসিপিড নামের গাড়ি।

বিশ্বের প্রথম মোটরসাইকেল কোম্পানি হলো জার্মানির মিউনিখভিত্তিক হিল্ডেব্র্যান্ড ও উলফমুলার কোম্পানি। তারা ১৮৯৪ সালে মোটরসাইকেল উৎপাদন শুরু করে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদন বলছে, ১৯৮৪ সালে দেশে প্রথম মোটরসাইকেল সংযোজন কারখানা প্রতিষ্ঠা করা হয়।