টাইলস ব্যবসার ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক

মোহাম্মদ খোরশেদ আলম, ডিরেক্টর, অপারেশন্স আকিজ বশির গ্রুপ

প্রশ্ন

দেশে টাইলসের ব্যবসার ভবিষ্যৎ কী? সমস্যা কি আছে এই খাতে?

মোহাম্মদ খোরশেদ আলম: দেশের টাইলস ব্যবসার ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক। যদিও বর্তমান প্রেক্ষাপট একটু নেতিবাচক; কিন্তু দেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি টাইলস ব্যবসার ওপর ইতিবাচক প্রভাব রাখবে। দ্রুত নগরায়ণ ও আবাসন ব্যবসার প্রবৃদ্ধি আমাদের নির্মাণসামগ্রী তথা টাইলসের চাহিদাকে ঊর্ধ্বমুখী রাখবে। রপ্তানি খাতেও ক্ষীণ সম্ভাবনা আছে; সম্প্রতি ইউরোপ ও মিডলইস্ট বাজার থেকে বেশ চাহিদা আসছে। চায়না ও ভারত—এ ক্ষেত্রে তাদের স্বল্প মূল্যের পণ্য দিয়ে অনেকটাই এগিয়ে। তবে এসব ইতিবাচকতা নির্ভর করবে সরকারের আন্তরিকতা ও নীতি সহযোগিতার ওপর। ধারাবাহিক জ্বালানি সরবরাহের ব্যবস্থা সিরামিকস শিল্পের জন্য সব থেকে বড় নিয়ামক। এক মিনিটের গ্যাস সরবরাহ ঘাটতি বা গ্যাসের প্রেশার কম থাকলে এই শিল্পের জন্য অনেক বড় ক্ষতি। জ্বালানির মূল্য কিন্তু প্রায় তিন গুণ বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে, কিন্তু সরবরাহের নিশ্চয়তা করা যায়নি। শুল্ক নীতিও ইতিবাচক নয়। টাইলস কোনোভাবেই বিলাসসামগ্রীর তালিকায় রাখার যৌক্তিকতা নেই এবং সাপ্লিমেন্টারি ডিউটি তুলে দেওয়াটা অনেক দিনের দাবি।

প্রশ্ন

আগামী অর্থবছরের বাজেটে আপনারা কী কী সুবিধা চান?

মোহাম্মদ খোরশেদ আলম: প্রথমত, সাপ্লিমেন্টারি ডিউটি তুলে নেওয়া। দ্বিতীয়ত, আমদানি করা ক্লে ম্যাটেরিয়ালের ওপর যে ডিউটি ধরা হয়, তাতে প্রায় ৩০-৩২% আর্দ্রতা থাকে, অর্থাৎ ম্যাটেরিয়াল কিনছি ৭০% কিন্তু ডিউটি দিচ্ছি ১০০%–এর ওপর। এটাও পরিবর্তন করা জরুরি।

প্রশ্ন

একসময় ঘরের মেঝেতে মোজাইক করার চল ছিল, এখন সেই জায়গা দখল করেছে টাইলস, এটা কেন হয়েছে?

মোহাম্মদ খোরশেদ আলম: বাড়ি নির্মাণ এবং সংস্কারে মোজাইক ফ্লোরিং থেকে টাইলস ব্যবহারের বেশ কয়েকটি মূল কারণ নান্দনিকতা এবং বৈচিত্র্য। মোজাইকের ডিজাইন সাধারণত সীমিত কিন্তু টাইলসের ডিজাইন, রং, নিদর্শন এবং ফিনিশিংয়ের বিস্তৃতি। ইনস্টলেশনের সহজ, টাইলস ইনস্টল করা সাধারণত মোজাইক মেঝে স্থাপনের চেয়ে দ্রুত এবং আরও সহজ। মোজাইকের জন্য অসংখ্য ছোট ছোট টুকরা যত্নসহকারে বসানো প্রয়োজন, যা সময়সাপেক্ষ এবং শ্রমনিবিড়। টাইলস, বিশেষ করে বড়, দ্রুত এবং কম পরিশ্রমে বেশি এলাকা কাভার করে।

টাইলস সাধারণত মোজাইক ফ্লোরের চেয়ে বেশি টেকসই এবং রক্ষণাবেক্ষণ করা সহজ। টাইলসগুলো দাগ, জল এবং পরিধানের জন্য প্রতিরোধী। টাইলস পরিষ্কার করাও সহজ।