কোরবানির ঈদের আর বেশি দিন নেই। অনেকেই হয়তো পরিকল্পনা করেছেন এবারে ঈদ হবে নতুন রেফ্রিজারেটরের সঙ্গে। কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন রেফ্রিজারেটর কিনবেন, নির্ধারিত বাজেটের মধ্যে কোনটি ঘরে আনতে পারবেন। তাঁদের জন্য রইল কিছু দিকনির্দেশনা। ঘরে বসেই দরদাম জেনে-বুঝে তারপর যাচাই করে কিনতে পারেন আপনার ফ্রিজটি।
দুই ধরনের ফ্রিজ তৈরি করছে ওয়ালটন—ফ্রস্ট এবং নন-ফ্রস্ট বা ইনভার্টার টেকনোলজি। তবে ৪০ হাজার টাকার নিচের কোনো ফ্রিজে ইনভার্টার টেকনোলজি নেই। ওয়ালটনের ১৩২ লিটারের আয়তনের ফ্রিজের সর্বনিম্ন দাম ২৭ হাজার ২৯০ টাকা। ১৫৭ লিটারের দাম ২৯ হাজার ৬৯০ টাকা, ১৭৬ লিটারের দাম ৩৩ হাজার ৩৯০, ২১৩ লিটারের দাম ৩১ হাজার ৯৯০, ২৮২ লিটারের দাম ৪০ হাজার ৪৯০, ৩৪৮ লিটারের দাম ৪৮ হাজার ৮৯০ টাকা আর সর্বোচ্চ ৬৬০ লিটার আয়তনের ফ্রিজের দাম ১ লাখ ৭৯ হাজার ৯৯০ টাকা।
ভিশন ফ্রিজও দেশে উৎপাদন করা হয়। তবে কিছু যন্ত্রাংশ রয়েছে, যেগুলো আমদানি করতে হয়। সর্বনিম্ন ১৪২ লিটারের দাম ২৮ হাজার ৯০০ টাকা, ১৫০ লিটারের দাম ২৯ হাজার ৮০০, ১৮০ লিটারের দাম ৩৫ হাজার ৯০০, ২৬২ লিটারের দাম ৪২ হাজার ৬০০, ৩৭৫ লিটারের দাম ১ লাখ ৭ হাজার ৬০০ এবং ৪০৩ লিটারের দাম ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা। সেই সঙ্গে ভিশন ফ্রিজের অনলাইন বিক্রিতে ১০ থেকে ২১ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
সিঙ্গারের ১৫৭ লিটারের ফ্রিজের দাম পড়বে ২৭ হাজার ৯০০ টাকা, ২০০ লিটারের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা, ১৮৪ লিটারের দাম ৩৫ হাজার ৯৯৯ টাকা আর ১৮০ লিটারের ফ্রিজের দাম পড়বে ৩৫ হাজার ৯৯০ টাকা। যত বেশি লিটারের রেফ্রিজারেটর কিনবেন, বাজেট তত বাড়াতে হবে।
মিনিস্টার হাই–টেক পার্ক লিমিটেড উৎপাদন করে এই ফ্রিজ। এ কোম্পানির ১৬৫ লিটারের ফ্রিজের দাম ২৪ হাজার ৫০০ টাকা, ১৭৫ লিটারের দাম ২৯ হাজার ৫০০, ২২২ লিটারের দাম ৩১ হাজার ৫০০, ২৫২ লিটারের দাম ৫২ হাজার, ২৮৫ লিটারের দাম ৪২ হাজার ২০০, ৩০০ লিটারের দাম ৩৭ হাজার, ৫০০ লিটারের দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং ৫৭৩ লিটারের দাম ১ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।
স্যামসাংয়ের ১২ ধরনের রেফ্রিজারেটর বাজারে আছে। এর মধ্যে সর্বনিম্ন ২১৮ লিটারের ফ্রিজের দাম ৫২ হাজার ৯০০ টাকা। ৭০০ লিটারের ফ্রিজের দাম ১ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা।
এই ব্র্যান্ডের ১৬৫ লিটার ফ্রিজের দাম ৩১ হাজার ২৮৫ টাকা, ১৮০ লিটার ৩২ হাজার ২৭০ টাকা, ১৯০ লিটার ৩৫ হাজার ৮৬০ টাকা, ২০০ লিটার ৩৫ হাজার ৬৪৫ টাকা এবং ২৩০ লিটার ফ্রিজের দাম ৩৯ হাজার ৮৭৫ টাকা।
হায়ার বাংলাদেশের চেস্ট ফ্রিজার ১৪২ লিটারের দাম ৪০ হাজার ৪০০ টাকা, চেস্ট ফ্রিজার ২০০ লিটারের দাম ৪৭ হাজার ৪০০ টাকা, ৩০১ লিটার ফ্রিজের দাম ৫২ হাজার ৯০০ টাকা, ১৪৬ লিটার ফ্রিজের দাম ৩৩ হাজার ৯০০ টাকা, ২০৩ লিটারের দাম পড়বে ৩৮ হাজার ৪০০ টাকা এবং ২৫১ লিটার ফ্রিজের দাম ৪৭ হাজার ৪০০ টাকা।
একটি ২৪০ লিটারের এলজি ফ্রিজের দাম ৩৮ হাজার টাকা। ২৬০ লিটারের দাম ৬২ হাজার ৯০০ থেকে ৬৫ হাজার টাকা। ২৮৪ লিটারের ফ্রিজ ৭০ হাজার ৯০০ থেকে ৭৩ হাজার ৫০০ টাকা। ৩০৮ লিটারের দাম ৭৫ হাজার ৯০০ টাকা থেকে ৭৮ হাজার ৯০০ টাকা। ৩৪০ লিটারের দাম ১ লাখ ১ হাজার ৫০০ টাকা। ৩৬০ লিটারের দাম ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ৪২৩ লিটারের ১ লাখ ২৫ হাজার ৯০০ টাকা। ৪৭১ লিটারের দাম ১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা। ৫৪৭ লিটারের ফ্রিজের দাম ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা।
র্যাংগস ১৭৫ লিটার ফ্রিজের দাম ৩১ হাজার ৯০০ টাকা, ২২৫ লিটারের দাম ৩৭ হাজার ৯০০ টাকা, ২৭৫ লিটারের দাম ৪২ হাজার ৫০০ টাকা এবং ৩৩৫ লিটারের দাম ৪৪ হাজার ৯০০ টাকা।
ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের মিনি ফ্রিজের দাম ১৭ হাজার ২২০ টাকা থেকে শুরু করে ২৫০ লিটারের ফ্রিজের দাম ৩৮ হাজার ৯০০ টাকা। ১১৬ লিটার ফ্রিজের দাম ৩১ হাজার ৮০০ টাকা, ২২৫ লিটার ফ্রিজের দাম ৩৫ হাজার ২০০ টাকা। লিটার যত বাড়বে, ফ্রিজের দামও তত বাড়তে থাকবে।
র্যাংগস ই-মার্টের ৬১৭ লিটার ফ্রিজের দাম ৩ লাখ ৪৭ হাজার ২০০ টাকা, যা ডিসকাউন্টে এখন ৩ লাখ ২২ হাজার ৯০০ টাকা। ৬১৭ লিটার এসবি ফ্রিজের দাম ৩ লাখ ২৭ হাজার ৯০০ টাকা, ৪৩৭ লিটার টপ মাউন্টেড ফ্রিজের দাম ৯৫ হাজার ৯০০ টাকা আর ৪৭১ লিটার ফ্রিজের দাম পড়বে ৯৯ হাজার ৯০০ টাকা।
উল্লেখ্য, ১ জুন থেকে চলছে প্রথম আলো ডটকম আয়োজিত অনলাইন রেফ্রিজারেটর মেলা। এবারের মেলায় অংশ নিয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বেকো, ইলেক্ট্রোমার্ট লিমিটেড (কনকা), ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, হায়ার বাংলাদেশ লিমিটেড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র্যাংগস ই–মার্ট।
এবার ঘরে বসেই পছন্দের ফ্রিজটি ঘরে নিয়ে আসতে ভিজিট করুন refrigeratormela.pro.