দেশের উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। তাতে চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই কনটেইনারের স্তূপ জমে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এলাকায়
দেশের উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। তাতে চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই কনটেইনারের স্তূপ জমে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এলাকায়

বন্দরের বাড়তি মাশুল মওকুফের দাবি শিপার্স কাউন্সিলের

কারফিউ জারির পর থেকে এক মাস বন্দরের অতিরিক্ত মাশুল ও শিপিং ডেমারেজ মাশুলসহ অন্যান্য সারচার্জ মওকুফের দাবি জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)। সংগঠনটি বলছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও তৎপরবর্তী ঘটনায় সরকারের কারফিউ জারির ফলে আমদানি–রপ্তানি কার্যক্রমসহ শিল্প কারখানায় অচলাবস্থা তৈরি হয়েছে। আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

এ ছাড়া সময়মতো পণ্য খালাস করতে না পারায় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে। পণ্য খালাসে বিলম্বের কারণে আমদানিকারকদের অতিরিক্ত বন্দর চার্জ বা মাশুল, শিপিং ডেমারেজ চার্জসহ নানা সারচার্জ গুনতে হচ্ছে।

তাই এ অবস্থায় এসব মাশুল মওকুফে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এক বিবৃতিতে এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আমদানিকারকদের পাশাপাশি রপ্তানিকারকেরা সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমদানি পণ্য খালাসে যে বিলম্ব মাশুল গুনতে হচ্ছে, তাতে পণ্য মূল্য বেড়ে যাবে, যা ভোক্তার ওপরই বর্তাবে। এ কারণে এক মাস এসব মাশুল মওকুফের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়, শিপার্স কাউন্সিলের পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সভায় আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার ও বাধাহীন করার জন্য শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার, ক্লিয়ারিং হাউস, লজিস্টিকস কোম্পানি, কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এ জন্য প্রয়োজনীয় নির্দেশনার জন্য অর্থমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও নৌপরিবহন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।