তৈরি পোশাক কারখানা
তৈরি পোশাক কারখানা

আজ তিনটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, বন্ধ আছে একটি

আজ সোমবার রাজধানী ও আশপাশের অঞ্চলের প্রায় সব তৈরি পোশাক কারখানা খোলা আছে। তবে সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের তিনটি কারখানায় কিছুটা শ্রমিক অসন্তোষ আছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ আরও জানিয়েছে, আশুলিয়ার একটি কারখানা আজ শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী বন্ধ আছে।

বিজিএমইএর তথ্যানুসারে, আজ নারায়ণগঞ্জের সব কারখানা খোলা আছে। গাজীপুর অঞ্চলের ৮৭১টি কারখানার সব কটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার সব কটি কারখানা খোলা আছে।

সাভার-আশুলিয়া অঞ্চলের ৯৯ দশমিক ৭৬ শতাংশ কারখানা খোলা আছে।

গত জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতায় দেশের অন্যান্য খাতের মতো পোশাক খাতের উৎপাদন ব্যাহত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট ও সেপ্টেম্বর মাসের বড় সময়জুড়ে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। মাসিক হাজিরা বোনাস, টিফিন ও রাত্রিকালীন ভাতা বৃদ্ধি, নিম্নতম মজুরি বাস্তবায়নসহ শ্রমিকদের ১৮টি দফা বাস্তবায়নে মালিকপক্ষের সম্মতির পর সেপ্টেম্বরের শেষ দিকে কারখানা খুলে দেওয়া হয়।

তবে এখনো সময় সময় বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। আজও ঢাকার আশপাশের তিনটি কারখানায় অসন্তোষ দেখা গেছে।