চরকির গ্রাহক হওয়া আরও সহজ হলো ভারতীয় দর্শকদের জন্য

ভারতীয় প্রতিষ্ঠান ‘কানেকশনস’ এর সঙ্গে চরকির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে বাঁ থেকে নিখিল নাগরি, কানেকশনসের সিইও নাভিনচন্দ্র শেঠি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।আজ রাজধানীর প্রথম আলো কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ভারতীয় দর্শকদের জন্য স্থানীয় পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে গ্রাহক হওয়ার (সাবস্ক্রাইব করার) সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অন্যতম বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি।
এত দিন পর্যন্ত ভারতীয়রা আন্তর্জাতিক বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে চরকির গ্রাহক হতে পারতেন। তবে এখন থেকে দেশটির সব দর্শক স্থানীয় বিভিন্ন এমএফএস ও ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করে অর্থ (সাবস্ক্রিপশন ফি) পরিশোধ করে চরকির গ্রাহক হতে পারবেন।

এ লক্ষ্যে ভারতীয় কোম্পানি কানেকশনসের সঙ্গে একটি পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগ্রেশন পার্টনারশিপ চুক্তি করেছে চরকি। আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়।

চরকির পক্ষে মিডিয়া স্টারের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং কানেকশনসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাভিনচন্দ্র শেঠী চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এবং কানেকশনসের পক্ষে নিখিল নাগরি উপস্থিত ছিলেন।

চরকি জানিয়েছে, বর্তমানে ১৯০টি দেশ থেকে দর্শকেরা তাদের ফিল্ম সিরিজ দেখতে পারেন। এর মধ্যে ভারতে একটি উল্লেখযোগ্য সংখ্যায় চরকির গ্রাহক রয়েছে। ভারতীয়রা আন্তর্জাতিক বিভিন্ন পেমেন্ট গেটওয়ের (যেমন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, গুগল পে, অ্যাপল পে ইত্যাদি) মাধ্যমে চরকির গ্রাহক হতে পারেন। কিন্তু দেশটির সব দর্শকের জন্য এই পদ্ধতি সহজলভ্য নয়।

এ জন্য ভারতীয় দর্শকদের জন্য চরকির গ্রাহক হওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নতুন চুক্তির ফলে ভারতীয় গ্রাহকেরা দেশটির স্থানীয় বিভিন্ন এমএফএস মাধ্যম (যেমন ফোনপে, পেটিএম) ব্যবহার করে চরকির গ্রাহক হতে পারবেন।

খুব শিগগিরই এই সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তখন পৃথক ঘোষণার মাধ্যমে তা গ্রাহকদের জানিয়ে দেবে চরকি।

চুক্তি স্বাক্ষরের পর মিডিয়া স্টারের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ভারতীয় অনেক দর্শক গুণ ও মানের কারণে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের, বিশেষ করে চরকির ফিল্ম সিরিজ দেখতে বেশ আগ্রহী। আশা করছি এই চুক্তির মাধ্যমে দেশটির দর্শকেরা চরকি আরও সহজে উপভোগ করতে পারবেন।’

কানেকশনসের সিইও নাভিনচন্দ্র শেঠী বলেন, বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয়তা ও সম্ভাবনা দিন দিন বাড়ছে। আঞ্চলিক প্রভাব বিবেচনায় ভারতীয় অনেক দর্শকের কাছে এখন অন্যতম পছন্দের প্ল্যাটফর্ম চরকি। এ জন্য ভারতীয় নাগরিকদের কাছে চরকির সেবা আরও সহজে পৌঁছে দিতে এ চুক্তি করা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিকে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। আজকের চুক্তি সেই পথচলায় নতুন একটি মাইলফলক। আমরা সব দেশের দর্শকের কাছে যতটা সহজে সম্ভব চরকিকে পৌঁছে দিতে চাই।’