তৈরি পোশাকশিল্পের জন্য নতুন মজুরিকাঠামোর খসড়ার ওপর আপত্তি জানিয়েছে পোশাকশ্রমিকদের সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তারা মোট মজুরির ৬৫ শতাংশ মূল বেতন করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা শ্রমিকদের এক গ্রেডের সঙ্গে অন্য গ্রেডের মজুরির পার্থক্য ২ হাজার টাকা করার দাবি করেছে।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার আজ সোমবার রাজধানীর বিজয়নগরে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে খসড়া মজুরির ওপর লিখিতভাবে তাঁদের আপত্তি জানিয়েছেন।
নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রায় সাত মাস পর গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত হয়। পরে ১১ নভেম্বর খসড়া মজুরিকাঠামো প্রকাশ করে নিম্নতম মজুরি বোর্ড। তার ওপর ১৪ দিন লিখিতভাবে পরামর্শ বা অভিযাগ গ্রহণ করা হবে।
খসড়া মজুরিকাঠামো অনুযায়ী, মোট মজুরির মধ্যে মূল বেতন হবে ৫৪ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে মূল বেতন ৬ হাজার ৭০০ টাকা। আর মূল বেতনের অর্ধেক হচ্ছে বাড়িভাড়া। এ ছাড়া খাদ্য ভাতা ১ হাজার ২৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ ও যাতায়াত ভাতা ৪৫০ টাকা। প্রতিবছর মূল বেতনের ৫ শতাংশ হারে মজুরি বাড়বে। নতুন মজুরিকাঠামোয় সাতটি গ্রেডের বদলে পাঁচটি গ্রেড প্রস্তাব করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা।
১৯৯৪ সালে প্রথম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ হয় ৯৩০ টাকা। তারপর ২০০৬ ও ২০১০ সালে মজুরি বাড়ে। ২০১৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়। এরপর ২০১৮ সালে মজুরি ৫১ শতাংশ বাড়ানো হয়। তখন নিম্নতম মজুরি ৮ হাজার টাকায় দাঁড়ায়।
এবারের খসড়া মজুরির ওপর আপত্তি জানিয়ে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন শ্রমিকদের দাবি ২৩ হাজার টাকা বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি যৌক্তিকভাবে নির্ধারণের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, কারখানায় কর্মরত শ্রমিকদের ইতিমধ্যে অর্জিত ইনক্রিমেন্ট যোগ করে নতুন গ্রেডে পদায়ন করতে হবে।
এ ছাড়া শ্রমিকদের ১ থেকে ৫ গ্রেডে খাদ্য ভাতা বাদ দিয়ে তা মূল বেতনের সঙ্গে যুক্ত করার দাবি করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে তারা চিকিৎসা ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং যাতায়াত ভাতা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার দাবি জানিয়েছে।