সৈয়দ এরশাদ আহমেদ ও এরিক এম ওয়াকার
সৈয়দ এরশাদ আহমেদ ও এরিক এম ওয়াকার

চতুর্থবার অ্যামচেম সভাপতি হলেন সৈয়দ এরশাদ আহমেদ

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন সৈয়দ এরশাদ আহমেদ। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন। সৈয়দ এরশাদ আহমেদ এক্সপেডিটরস (বাংলাদেশ) লিমিটেডের এ দেশীয় ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক।

অ্যামচেমের নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ন্যাটকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আল-মামুন এম রাসেল।

সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বাধীন অ্যামচেমের নতুন কমিটি ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে। কমিটির অন্য সদস্যরা হলেন অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু মুহাম্মদ রাশেদ মুজিব নোমান, ওরাকলের এদেশীয় ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা ও বেকটন ডিকিনসন ইন্ডিয়ার এদেশীয় বিজনেস ম্যানেজার মির্জা সজিব রায়হান। অ্যামচেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

রাজধানীর শেরাটন হোটেলে আজ সোমবার অ্যামচেমের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংগঠনটির নতুন নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। অ্যামচেম কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৫ নির্বাচনী বোর্ডের চেয়ারপারসন আফতাব উল ইসলাম নির্বাচনের ফল ঘোষণা করেন।

সৈয়দ এরশাদ আহমেদ এর আগে ২০০৭-২০০৯, ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩ মেয়াদে অ্যামচেমের সভাপতি ছিলেন। এ ছাড়া ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) সভাপতি ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
 
অ্যামচেম সহসভাপতি এরিক এম ওয়াকার আগে এফআইসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও অ্যামচেমের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলেরও বোর্ড সদস্য।