ঈদ উপলক্ষে ফ্রিজ কিনতে ক্রেতারা দোকানে যাচ্ছেন। গতকাল ঢাকার মিরপুরে ইলেক্ট্রার বিক্রয়কেন্দ্রে
ঈদ উপলক্ষে ফ্রিজ কিনতে ক্রেতারা দোকানে যাচ্ছেন। গতকাল ঢাকার মিরপুরে ইলেক্ট্রার বিক্রয়কেন্দ্রে

ফ্রিজের বাজার

ঈদবাজারে মূল্যছাড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজের ব্র্যান্ডগুলো নানা অফার ও ছাড়ের প্রচারণা শুরু করেছে।

আমিনা আহমেদের বাসার দুটি ফ্রিজই পুরোনো হয়ে গেছে। নতুন একটি কেনার কথা ভাবছেন। সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, তাই অন্তত তাঁর একটি নতুন ফ্রিজ লাগবে। ধানমন্ডি নিবাসী আমিনাকে গত শুক্রবার পাওয়া যায় জিগাতলা এলাকায়। তিনি বিভিন্ন শোরুম ঘুরে দেখছিলেন।

পবিত্র ঈদুল আজহা ঘিরে বরাবরই ফ্রিজের চাহিদা তুঙ্গে থাকে। ক্রেতাদের এই চাহিদা মাথায় রেখে কোম্পানিগুলোও নানা ছাড় দেয়। আবার ক্রেতারাও অনেকে অপেক্ষায় থাকে এই ছাড়ের জন্য। যেমন আমিনা বেগমের এমনিতেই নতুন একটি ফ্রিজ দরকার ছিল। তাই তিনি ঘুরে দেখতে এসেছেন, কোন ব্র্যান্ডে কী রকম ছাড় রয়েছে।

আর সপ্তাহ দুয়েকের মধ্যে ঈদুল আজহা। কয় দিন পরই গরুর হাট বসবে। তবে ফ্রিজের ব্র্যান্ডগুলো বসে নেই। ইতিমধ্যে ছাড়ের প্রচারণা শুরু করেছে তারা।

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন মিলিয়নিয়ার হওয়ার অফার দিচ্ছে। ফ্রিজসহ তাদের অন্যান্য ইলেকট্রনিক পণ্য কিনলে সৌভাগ্যবান গ্রাহক ১০ লাখ টাকা পেয়ে যেতে পারেন। এ ছাড়া সবাই ১০ লাখ টাকা না পেলেও গ্রাহক কিছু না কিছু পাবেন।

ওয়ালটন জানায়, এখন পর্যন্ত তাদের পণ্য কিনে ৩৮ জন গ্রাহক মিলিয়নিয়ার হয়েছেন।

ফ্রিজের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো ঘুরে দেখা যায়, ছাড়ের প্রচারণা দিয়ে সাজানো সেগুলো। তবে ক্রেতাদের ভিড় এখনো শুরু হয়নি। বিক্রয়কর্মীরা বলছেন, হাট শুরু হওয়ার পর এ বাজার আরও বেশি জমে ওঠে।

ইলেকট্রো মার্ট কনকা ফ্রিজ বিক্রি করে। তাদের ধানমন্ডির একটি শোরুমের সহকারী ব্যবস্থাপক ননী বাড়ৈ জানান, বেতন-বোনাসের পরই মূলত মানুষ ফ্রিজের দোকানে আসে। তার আগে কেউ কেউ এসে ঘুরে যান। আবার অনেকে কোরবানির পশুর বাজেট বুঝে কিনতে আসেন।

ইলেকট্রো মার্ট দিচ্ছে গোল্ড অফার। অর্থাৎ কনকা ব্র্যান্ডের ফ্রিজসহ পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ড ঘষলে স্বর্ণসহ নানান পণ্য পাওয়া যাবে।

ট্রান্সকম ডিজিটাল দিচ্ছে পুরোনো ফ্রিজ বদলের অফার। অর্থাৎ যেকোনো ব্র্যান্ডের পুরোনো ফ্রিজ দিয়ে ট্রান্সকম থেকে হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ কিনলে মূল্য ছাড় পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্ডে থাকছে নির্দিষ্ট পরিমাণ ছাড়।

ভিশন তাদের ফ্রিজগুলোর ওপর ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের চলছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্রিজসহ তাদের বিভিন্ন পণ্য কিনলে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্সেসসহ নানা পুরস্কার রয়েছে। অন্যদিকে মিনিস্টার দিচ্ছে ‘হাম্বা’ অফার। অর্থাৎ তাদের ফ্রিজ কিনলে গরুসহ ফ্রিজ, নগদ মূল্য ছাড় পাওয়া যাবে।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের রয়েছে 'ঈদের হাট ঈদের খুশি অফার আছে বেশি বেশি' প্রচারণা। এতে গ্রাহকেরা ইস্তানবুল ট্যুর প্যাকেজ ও ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেটসহ বিভিন্ন উপহার পাচ্ছেন।