বিজিএমইএর নির্বাচন

সম্মিলিত পরিষদের দলনেতা চৈতি গ্রুপের আবুল কালাম

রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের দলনেতা হিসেবে মো. আবুল কালামকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর আগামী পরিচালনা পর্ষদের নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা হবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল কালাম।

রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার রাতে সম্মিলিত পরিষদের নেতারা দলনেতা হিসেবে চৈতি গ্রুপের এমডি আবুল কালামকে পরিচয় করিয়ে দেন। তিনি গত ২০১২-১৩ সালে বিজিএমইএর পরিচালক ছিলেন। তা ছাড়া বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আবুল কালাম বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক।

গত রাতের অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ। সম্মিলিত পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত পরিষদের দলনেতা মো. আবুল কালাম

আবুল কালাম বলেন, বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা, রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্যাংকের আর্থিক সহায়তা এবং উৎপাদন সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ প্রয়োজন। তিনি আরও বলেন, ‘বিজিএমইএর সাধারণ সদস্যরা যদি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্যানেলকে নির্বাচিত করেন, তাহলে আমরা আশাবাদী যে সরকারের সহায়তায় আমরা সমস্যার সমাধান খুঁজে বের করব।’

এর আগে ২০ নভেম্বর বিজিএমইএর আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খানকে দলনেতা হিসেবে চূড়ান্ত করেছে সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। মাহমুদ হাসান অতীতে বিজিএমইএর সহসভাপতি ও পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

গত ২০ অক্টোবর বিভিন্ন অভিযোগে বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়। পর্ষদ ভেঙে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয়। প্রশাসকের দায়িত্ব পান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।

বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম। গত ১৫ বছরে একবার ছাড়া সব মেয়াদেই সম্মিলিত পরিষদ সংগঠনটির নেতৃত্ব দিয়েছে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন এবং আ. লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। প্রভাবশালী এই জোট গত মার্চের নির্বাচনে সব কটি পদে বিজয়ী হয়। সভাপতি হোন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। রাজনৈতিক পটপরিবর্তনের পর এস এম মান্নানকে দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।