সামিট পাওয়ারের এমডি মেজর জেনারেল (অব) মনিরুল ইসলাম
সামিট পাওয়ারের এমডি মেজর জেনারেল (অব) মনিরুল ইসলাম

সামিট পাওয়ারের নতুন এমডি মনিরুল ইসলাম

সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আখন্দ। আজ বুধবার তিনি এ পদে যোগ দিয়েছেন। সামিট পাওয়ারে যোগদানের আগে মনিরুল ইসলাম দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন।

১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন মনিরুল ইসলাম। সশস্ত্র বাহিনীতে পদাতিক কোম্পানি, ব্যাটালিয়ন ও ব্রিগেড কমান্ড করার পাশাপাশি তিনি ডিরেক্টর ওভারসিজ অপারেশনস, ডিজি ইন্টেলিজেন্স, কলেজ সেক্রেটারিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মনিরুল ইসলাম সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশ নেন। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে দুই বছরের বেশি সময় কর্মরত ছিলেন। মনিরুল ইসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। এ ছাড়া তিনি তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অসংখ্য কোর্স ও প্রশিক্ষণে অংশ নেন।

সামিট পাওয়ারের নতুন এমডি মনিরুল ইসলাম দেশ-বিদেশের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। যেমন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। বাংলা, ইংরেজি ও তুর্কি ভাষায় পারদর্শী মনিরুল এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত কাজে ৬২টি দেশে ভ্রমণ করেছেন।

সামিট পাওয়ারে মনিরুল ইসলামের আগে এমডি ছিলেন প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন। এখন থেকে তিনি সামিট পাওয়ারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর মোজাম্মেল হোসেন সামিট গ্রুপে যোগ দেন।