রাষ্ট্রায়ত্ত পাটকল নিয়ে সরকার নতুন করে ভাবছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এ জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। বেসরকারি খাতে ইজারা দেওয়া পাটকলগুলো আশানুরূপ ফলাফল দিতে পারেনি। ফলে সরকার নতুন করে চিন্তাভাবনা করছে।’
খুলনায় চারটি পাটকল পরিদর্শন শেষে গতকাল শনিবার খালিশপুর জুট মিলস প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, পাট উৎপাদনে বিশ্বে প্রথম হওয়ার। খুলনার পাটকলগুলোর লোকেশন দারুণ। এখানে অর্থনৈতিক জোন করার দাবি এসেছে। আমরা চিন্তা করছি ভালো কিছু করার। সবার প্রত্যাশা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল খালিশপুর ছাড়া দৌলতপুর জুট মিলস, প্লাটিনাম জুবিলী জুট মিলস ও ক্রিসেন্ট জুট মিলস পরিদর্শন করেন। এ ছাড়া খুলনা টেক্সটাইল মিলসও পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক প্রমুখ।