‘অলিও অরোলিও’ ব্র্যান্ডের তিন ধরনের অলিভ অয়েল দেশের বাজারে এনেছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড। এর মাধ্যমে অলিভ অয়েলের ব্যবসায় যুক্ত হলো ইস্ট কোস্ট গ্রুপ। আজ মঙ্গলবার গুলশানে ইস্ট কোস্ট গ্রুপের প্রধান কার্যালয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করা হয়।
অলিও অরোলিও ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অলিভ অয়েল ও স্কিন কেয়ার ম্যাসাজ অলিভ অয়েল—এই তিন ধরনের অলিভ অয়েল বাজারে এনেছে ইসি অর্গানিক প্রোডাক্টস।
প্রথমবারের মতো নিজস্ব কারখানায় এসব অলিভ অয়েল বোতলজাত করে বাজারে এনেছে তারা। দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি সব সুপারশপ, বিপণিবিতান ও অনলাইন স্টোরে এসব পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ চৌধুরী, পরিচালক (পরিকল্পনা) দিলরুবা চৌধুরী, নির্বাহী পরিচালক মো. নাঈম এ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, ইতালি থেকে আমদানি করে নিজস্ব আধুনিক কারখানায় (প্ল্যান্টে) স্বয়ংক্রিয় পদ্ধতিতে বোতলজাত করে এই অলিভ অয়েল বাজারে আনছে কোম্পানিটি। এসব অলিভ অয়েল কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অলিও অরোলিও দেশের একমাত্র আন্তর্জাতিক হালাল স্বীকৃতিপ্রাপ্ত ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যায়িত হালাল অলিভ অয়েল।’