পোশাক খাতের মজুরি বোর্ড 

তৃতীয় সভাও নিষ্ফল, মালিক-শ্রমিক কোনো পক্ষই প্রস্তাব দেয়নি

ফাইল ছবি

তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাও নিষ্ফল হলো। কারণ, শ্রমিক ও মালিক কোনো পক্ষই মজুরি প্রস্তাব দেয়নি। যদিও গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন, উভয় পক্ষই পরবর্তী সভায় মজুরি প্রস্তাব দেবে।

কোনো পক্ষই মজুরি প্রস্তাব না দেওয়ায় গতকাল রোববার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা নিষ্ফলই হয়েছে বলা যায়। সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা জজ) লিয়াকত আলী মোল্লা সাংবাদিকদের বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী সভায় উভয় পক্ষ মজুরি প্রস্তাব দেবে। আলাপ–আলোচনার ভিত্তিতে নভেম্বরের মাঝামাঝি সময়ে মজুরি প্রস্তাব চূড়ান্ত করা হবে।

লিয়াকত আলী মোল্লা আরও বলেন, মজুরি বোর্ডের সদস্যরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ছয়টি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এই কারখানাগুলোর মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে মজুরির বিষয়ে কিছু ধারণা পাওয়া গেছে। সেসব বিষয়েই আজকের (গতকাল) সভায় আলোচনা হয়েছে।

গতকাল নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ও স্থায়ী প্রতিনিধি মকসুদ বেলাল সিদ্দিকী; শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম ও স্থায়ী প্রতিনিধি সুলতান আহম্মদ এবং নিরপেক্ষ প্রতিনিধি কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড গঠন করে। এরপর ২৪ মে মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নিম্নতম মজুরির বিষয়ে প্রস্তাব কেন দিতে পারলেন না—এমন প্রশ্নের জবাবে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ডের পক্ষ থেকে পরিদর্শন করা ছয়টি কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া আমি ব্যক্তিগতভাবে শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে তাঁদের মত নিয়েছি। ফলে প্রস্তাব দেওয়ার ব্যাপারে আমি মোটামুটি প্রস্তুত। আগামী সভায় আমি মজুরি প্রস্তাব দেব।’

অন্যদিকে সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত হলেও সমস্যা হবে না। জানুয়ারির সাত কর্মদিবসের মধ্যে নতুন মজুরিকাঠামোতে মজুরি পাবেন শ্রমিকেরা।

এদিকে ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরির দাবিতে কয়েকটি শ্রমিক সংগঠনের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’-এর নেতারা গতকাল মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।