হোম টেক্সটাইল

রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়াবে

শাহাদাৎ হোসেন
শাহাদাৎ হোসেন

গত অর্থবছরে হোম টেক্সটাইলে ১৬২ কোটি ডলারের রপ্তানি আয় বিস্ময়করই বটে। কারণ, কোনো প্রকার রূপকল্প ছাড়াই এই মাইলফলক অর্জিত হয়েছে। গত বছর করোনার প্রকোপ কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিদেশি ক্রেতারা হোমটেক্সটাইলের প্রচুর ক্রয়াদেশ দেন। তখন করোনার কারণে সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় চীন থেকেও প্রচুর ক্রয়াদেশ স্থানান্তরিত হয়। রাজনৈতিক অস্থিরতা, গ্যাস–বিদ্যুতের সংকট ও পাকিস্তানি রুপির টালমাটাল অবস্থার কারণে পাকিস্তানের ব্যবসাও আমরা পেয়েছি। সব মিলিয়ে হোমটেক্সটাইলের রপ্তানি ১৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

গত অর্থবছরের প্রথমার্ধে সুতা নিয়ে আমরা খুবই বেকায়দায় পড়েছিলাম। বর্তমানে দাম সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আর কাস্টমসের আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা গেলে রপ্তানিতে হোমটেক্সটাইলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বর্তমানে ক্রয়াদেশ ভালো রয়েছে। আশা করছি, চীন ও পাকিস্তান থেকে ক্রয়াদেশ স্থানান্তরিত হওয়া অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, চলতি অর্থবছরে হোমটেক্সটাইলের রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।