ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের জন্য আলাদা এসএমই ব্যাংক করার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর দেওয়া নানা শর্তের কারণে এসএমই উদ্যোক্তারা প্রয়োজন অনুসারে ঋণ পান না। তাই তাঁদের এগিয়ে নিতে এবার এসএমই ব্যাংক করার চেষ্টা করব আমরা।’
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এসএমই উদ্যোক্তাদের অন্যতম প্রধান সমস্যা পুঁজির অভাব। ব্যবসাকে একটি মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা ত্যাগ করে ক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা কর্মসূচির মাধ্যমে স্বল্প সময়ে এসএমই উদ্যোক্তাদের মধ্যে ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে পারায় এসএমই ফাউন্ডেশনের প্রশংসা করেন তিনি।
ব্যাংকঋণের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘সরকার প্রণোদনা দেয়, দেখা যাচ্ছে, বড় বড় কোম্পানিগুলোই তার বেশির ভাগ পেয়ে থাকে। ব্যাংকগুলো উদ্যোক্তাদের ক্ষেত্রে নানা রকম টালবাহানা করে। যারা যারা ঋণখেলাপি, ব্যাংকগুলো তাদের ঋণ দেয়। কিন্তু আমাদের যারা এসএমই উদ্যোক্তা, তাদের ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন শর্তের মধ্যে ফেলে। সেসব শর্ত পূরণ করতে পারে না বলে উদ্যোক্তারা ফিরে আসে। এভাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেক সময় তাদের পাওনা থেকে আমরা বঞ্চিত করি।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘এ জন্য আমি মনে করি, এবার এসএমই খাতের জন্য আলাদা ব্যাংক করা দরকার। এটা নিয়ে দাতা সংস্থাসহ অনেকেরই পরামর্শ আছে। প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য ব্যাংক করেছেন। এভাবে খাতভিত্তিক ব্যাংক আছে। তাই আগামী দিনে এসএমই একটা ব্যাংক করার চেষ্টা করব আমরা।’
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে উদ্যোক্তাদের চাহিদা শতভাগ পূরণ করা যাচ্ছে না। সারা দেশে ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ করা যাচ্ছে না, বিশেষ করে পল্লি অঞ্চলের উদ্যোক্তারা সেবা পাচ্ছেন না।
মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে আন্তর্জাতিকভাবে প্রতিবছর ২৭ জুনকে এমএসএমই দিবস হিসেবে পালন করা হয়। এ দিবস উপলক্ষে সোমবার সকালে আগারগাঁও পর্যটন ভবন থেকে শোভাযাত্রা বের করে এসএমই ফাউন্ডেশন। এতে সংস্থাটির কর্মকর্তারাসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।