ইউএস পলো অ্যাসান গত শুক্রবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে তাদের বিক্রয়কেন্দ্র চালু করছে।
ইউএস পলো অ্যাসান গত শুক্রবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে তাদের বিক্রয়কেন্দ্র চালু করছে।

দেশে বিক্রয়কেন্দ্র বাড়াচ্ছে ইউএস পলো

তৈরি পোশাক ও জুতার বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউএস পলো অ্যাসান বাংলাদেশে বিক্রয়কেন্দ্র বাড়াচ্ছে। গত শুক্রবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে নতুন একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেছে তারা। এতে করে বাংলাদেশে এই ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রের সংখ্যা দাঁড়াল দুই-এ।

ইউএস পলো অ্যাসানের এ দেশীয় অংশীদার কর্ণফুলী গ্রুপ। ১৯৫৪ সালে হেদায়েত হোসেন চৌধুরীর হাতে গড়া এই গ্রুপের জাহাজ, পণ্য পরিবহন, আবাসন, পুঁজিবাজার, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে ব্যবসা আছে। সরকারি দলের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বর্তমানে কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

কর্ণফুলী গ্রুপের হাত ধরে ২০২০ সালের শেষদিকে বনানীর ১১ নম্বর সড়কে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করে ইউএস পলো অ্যাসান। ব্র্যান্ডটির দুজন কর্মী আজ প্রথম আলোকে বলেন, তাদের বসুন্ধরার বিক্রয়কেন্দ্রে ছেলেদের পোলো শার্ট, প্যান্ট, জ্যাকেট, জুতাসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়; আর বনানীর বিক্রয়কেন্দ্রে ছেলেদের পাশাপাশি নারী ও শিশুদের পোশাকও আছে।

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে নতুন বিক্রয়কেন্দ্র চালু করার পর নিজেদের ফেসবুক পেইজে এভাবেই ঘোষণা দিয়েছে ইউএস পলো অ্যাসান
ছবি: সংগৃহীত

ইউনাইটেড স্টেটস পলো অ্যাসোসিয়েশনের (ইউএসপিএ) অফিশিয়াল ব্র্যান্ড হচ্ছে ইউএস পলো অ্যাসান। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ইউএসপিএ সে দেশের পলো খেলার জাতীয় সংগঠন। টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি পলো খেলার মানোন্নয়নসহ বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। বর্তমানে তাদের সদস্য ক্লাবের সংখ্যা ২০০ এবং সদস্য খেলোয়াড় এক হাজারের মতো।

পলো মূলত ঘোড়ায় চড়ে খেলতে হয়। হাতে থাকে লম্বা স্টিক বা ব্যাট। ঘোড়ায় চড়া খেলোয়াড়ের হাতে ধরা ব্যাটের মনোগ্রামই হচ্ছে ইউএস পলো অ্যাসানের লোগো। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের ১৯০টি দেশে ১ হাজার ১০০ বিক্রয়কেন্দ্র ও ১ হাজারের মতো ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে পোশাক ও জুতা বিক্রি করে ইউএস পলো অ্যাসান।

ইউএস পলো অ্যাসানের মতো বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমাও বাংলাদেশে ব্যবসা করছে। ২০১৯ সালে তৈরি পোশাক রপ্তানি খাতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের হাত ধরে ঢাকার বনানীতে পুমার বিক্রয়কেন্দ্র চালু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামে পুমা তাদের চতুর্থ বিক্রয়কেন্দ্র চালু করে।

এদিকে গত বছরের সেপ্টেম্বর মাসে বলিউড তারকা সালমান খানের পোশাক ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লদিং ঢাকার বনানীতে প্রথম বিক্রয়কেন্দ্র চালু করে। এটির ব্যবস্থাপনা অংশীদার হচ্ছে এমএসআর গ্রুপ।

২০১২ সালে প্রতিষ্ঠিত হয় বিয়িং হিউম্যান ক্লদিং। বিশ্বের ১৫টি দেশে তাদের ৭৫টি বিশেষ বিক্রয়কেন্দ্র আছে। এ ছাড়া প্রায় ৫০০ দোকানে পাওয়া যায় বিয়িং হিউম্যানের ফ্যাশন পণ্য। এই ব্র্যান্ডের লভ্যাংশ সালমান খান ফাউন্ডেশনে চলে যায়। ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে এই ফাউন্ডেশন।