এগিয়ে চলেছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ
এগিয়ে চলেছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আরও ৩৯ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আরও প্রায় ৩৯ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান সরকার। এর আগে সাত দফায় এই প্রকল্পে ঋণ ছাড় করেছে জাপান। আজ মঙ্গলবার এ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাপান সাহায্য সংস্থা বা জাইকার মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

একই অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরীক্ষার সক্ষমতা বাড়াতে ১৯ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। সব মিলিয়ে এই দুটি প্রকল্পে পাওয়া যাবে ৫৮ কোটি ডলার।

রাজধানীর ইআরডিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাপানের রাষ্ট্রদূত সেইদা সিনিচি ও জাইকার ঢাকা অফিসের প্রধান ইচিগুচি টোমোহাইড। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ী এলাকায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে মোট ব্যয় ৫৬ হাজার ৬৯৪ কোটি টাকা। জাইকা দিচ্ছে ৪৭ হাজার ৯৪৫ কোটি টাকা।

এর আগে ৭টি পর্যায়ে মোট ৬৫ হাজার ৫৩১ কোটি জাপানি ইয়েনের ঋণচুক্তি হয়েছে। আজকের ঋণচুক্তির মাধ্যমে ৫ হাজার ৭১২ কোটি ইয়েন বা ৩৮ কোটি ৮০ লাখ ডলার ঋণসহায়তা প্রদান করা হবে। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যনিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় রেফারেন্স ল্যাবরেটরি, অফিস, প্রশিক্ষণ ভবন এবং চট্টগ্রাম ও খুলনায় ২টি বিভাগীয় পরীক্ষাগারসহ অফিস ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্পে জাইকা দেবে ২ হাজার ১৯ কোটি টাকা। আজকের ঋণচুক্তির মাধ্যমে ১৯ কোটি ডলার দেবে জাইকা।