২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশি সুগন্ধি সাবান ও মুখমণ্ডল ধোয়ার তরল সাবানের (ফেসওয়াশ) কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে এসবের দাম বাড়তে পারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন। এতে বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক বাড়ানোর সুপারিশ করা হয়, যার মধ্যে সাবান ও ফেসওয়াশ রয়েছে।
বাজেটে সাবানের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে ২০ শতাংশ, যা এত দিন ৩ শতাংশ ছিল। এতে বিদেশি সাবানের আমদানি ব্যয় অনেকটাই বেড়ে যাবে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, বিভিন্ন ধরনের ফেসওয়াশ আমদানিতে করভারের পার্থক্য রয়েছে। এতে শুল্ক ফাঁকির সুযোগ তৈরি হয়। তাই সব ফেসওয়াশের শুল্কহার সমান করা হয়েছে। সঙ্গে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৮৯ শতাংশের বেশি।
বাজেট প্রস্তাব বিশ্লেষণ করে দেশের শীর্ষস্থানীয় একটি প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সাবান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
তারপরও বিদেশ থেকে সাবান আমদানি হয়। সেটা ঠেকাতে শুল্ক আরোপ একটি ভালো উদ্যোগ। তিনি জানান, বাজেটে শুল্ক আরোপের ফলে বিদেশি সাবান ও ফেসওয়াশের দাম বাড়বে।
উল্লেখ্য, বাজেট ঘোষণার দিনই সাধারণত আমদানি শুল্ক ও করসংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়।