যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভ্যালেন্টাইনস ডে বেলুন হাতে একজন নারী
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভ্যালেন্টাইনস ডে বেলুন হাতে একজন নারী

ভালোবাসা দিবসের মতো উৎসবে খরচ এড়াবেন যেভাবে

ভালোবাসা দিবসে সবাই প্রিয়জনকে উপহার দিতে চান। আর প্রিয়জনের পছন্দকে গুরুত্ব দিয়ে তাঁদের অনেকেই একটু বাড়তি খরচ করেন। আর্থিক তথ্যবিষয়ক ওয়েবসাইট ওয়ালেট হাবের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা চলতি বছরের ভালোবাসা দিবসে ২ হাজার ৫৮০ কোটি ডলার ব্যয় করবেন বলে অনুমান করা হয়েছে। খরচের দিক থেকে এটি হবে বছরের তৃতীয় ব্যয়বহুল উৎসব।

তবে ভালোবাসা দিবসে বাড়তি খরচ মাঝেমধ্যে অস্বস্তিকর মুহূর্তের দিকেও নিয়ে যেতে পারে। কারণ, আমাদের প্রত্যেকের অর্থ খরচের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ফলে ভালোবাসা দিবসের মতো উৎসবে অর্থ খরচের ক্ষেত্রে কীভাবে অস্বস্তিকর মুহূর্ত এড়াবেন, তা জেনে রাখা প্রয়োজন। এ বিষয়ে মিশিগানের রস স্কুল অব বিজনেস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্কট রিকের কিছু পরামর্শ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিকল্পগুলো ভাবা

আপনার সঙ্গীর সঙ্গে কাটানো বছরের সবচেয়ে বড় মুহূর্তগুলোর মধ্যে একটি হলো ভালোবাসা দিবস। ফলে এই দিবসে উপহার দেওয়ার জন্য বিশেষ ভাবনা ও চেষ্টা থাকা চাই। শেষ মুহূর্তে উপহার কেনাকাটার জন্য দৌড়ানো ভালো কথা নয়। এতে ভালোর চেয়ে বরং ক্ষতিই বেশি হতে পারে।

স্কট রিক বলেন, ‘আমাদের পরিজনদের বিষয়ে আমরা কেমন ভাবনা রাখি ও সেই ভাব প্রকাশ করি—তা উপহারের মধ্য দিয়ে ফুটে ওঠে। এ কাজে ভুল করা খুবই সহজ ঘটনা। উপহারগুলো ব্যয়বহুল হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সেটা যেন একেবারেই সহজলভ্য না হয়ে যায়। এতে কিছুটা ত্যাগ ও ভালোবাসার প্রচেষ্টা তো থাকা চাই।’

খরচে মাঝামাঝি অবস্থান

‘অর্থ খরচ নিয়ে মানুষভেদে আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা যেভাবে বড় হয়েছি কিংবা বর্তমানে অর্থ আয় করছি, তার সঙ্গে খরচের বিষয়টি জড়িত। কেউ বেশি খরচ করতে পছন্দ করেন, আবার কেউ কম। তবে মাঝামাঝি অবস্থানে থাকাটা সব সময়ই বুদ্ধিমানের কাজ বটে। প্রিয়জনদের একে অপরকে উপহার দেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হয়।’

স্কট রিক বলেন, ‘আপনি হয়তো নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে পারবেন না, তবে প্রান্ত থেকে মাঝামাঝি জায়গায় চলে আসতে পারেন।’

যৌথ নাকি পৃথক ব্যাংক হিসাব

সম্পর্কের ক্ষেত্রে অনেকের একটি সাধারণ ভুল ভাবনা থাকে। তা হলো, সঙ্গীর সঙ্গে যৌথ ব্যাংক হিসাব ও পৃথক ব্যাংক হিসাব রাখা—এ দুটির মধ্যে একটি বেছে নেওয়া। সুস্থ সম্পর্কের ক্ষেত্রে উভয় ধরনের হিসাবই থাকতে পারে।

যৌথ ব্যাংক হিসাবের বেশ উপকারিতা রয়েছে। যেমন যৌথ ব্যাংক হিসাব থাকলে তাতে অর্থ জমা ও খরচের ক্ষেত্রে উভয়ের অংশীদারত্ব থাকে। মাঝেমধ্যে ছুটি কাটানো কিংবা বড় কোনো উৎসবে খরচ করার মতো তহবিল/অর্থ সঞ্চয় করা সহজ হয়। আর পরিবারের কোনো খরচে কে অবদান রাখছে—এসব নিয়ে দ্বন্দ্ব এড়াতেও যৌথ ব্যাংক হিসাব সাহায্য করতে পারে।

আবার আমাদের আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য পৃথক ব্যাংক হিসাবও রাখা যায়। এর মাধ্যমে অন্য ব্যক্তির কাছ থেকে নিবিড় পর্যবেক্ষণ ছাড়াই আমরা কিছু অর্থ ব্যয় করতে পারি।