বাংলাদেশে রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ বা পোশাকের উপকরণ তৈরি করবে চীনা প্রতিষ্ঠান চেরি বাটন লিমিটেড। কোম্পানিটি এ জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কারখানা স্থাপন করবে।
কারখানা স্থাপনে চেরি বাটন ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ধরে) বিনিয়োগ করবে। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৬৮ জন বাংলাদেশি নাগরিকের।
চেরি বাটন বছরে ১৬৫ কোটি পিস মেটাল বাটন, মেটাল জিপার, প্লাস্টিক বাটন, ভিসলন জিপার, নাইলন কয়েল জিপার এবং অন্যান্য অ্যাকসেসরিজ, যেমন আইলেট, রিভেট, স্টপার, ব্যাজ, বাকল, সাসপেন্ডার বাকল ইত্যাদি তৈরি করবে।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও চেরি বাটনের চেয়ারম্যান মা মিয়েওইয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।