এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

ঢাকার বিদ্যুৎ বিতরণ উন্নত করতে ১৬ কোটি ডলার দেবে এডিবি

ঢাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ১৬ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৭৬০ কোটি টাকা।

আজ মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এডিবি এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবু নিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এডিবির অর্থায়নে নেওয়া ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং প্রজেক্টের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া ১০০ কিলোমিটার ভূগর্ভস্থ কেবল স্থাপন করা হবে, যা হবে জলবায়ু ও দুর্যোগ সহনশীল। পাশাপাশি স্থাপন করা হবে ১৫০ কিলোমিটার ঝুলন্ত কেব্‌ল। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবু নিং বলেন, এই প্রকল্পের মাধ্যমে ২ লাখ নতুন সংযোগ এবং ১১ লাখ পুরোনো সংযোগের মানসম্পন্ন বিদ্যুৎ বিতরণব্যবস্থা গড়ে তোলা যাবে। এ ছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালের বিদ্যুৎ–সংযোগও এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে।