গত ২০২১-২২ কর বছরের জন্য দেশের ১১ সিটি করপোরেশনের ৭৭ জনকে সেরা করদাতা মনোনীত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ১৯ ডিসেম্বর সবার নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে।
সিটি করপোরেশনভিত্তিক সেরা করদাতা মনোনয়নে চারটি শ্রেণি করা হয়েছে। এগুলো হচ্ছে দীর্ঘ সময়ের করদাতা, সর্বোচ্চ করদাতা, নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা। এবার দুজন করে দীর্ঘ সময়ের করদাতা, তিনজন করে সর্বোচ্চ করদাতা, নারীদের মধ্যে একজন করে সর্বোচ্চ করদাতা এবং একজন করে ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মনোনীত করা হয়েছে।
দীর্ঘ সময়ের করদাতা মালিবাগ চৌধুরীপাড়ার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও কেরানীগঞ্জের শুভাঢ্যার আবদুল হান্নান।
সর্বোচ্চ করদাতা বসুন্ধরা আবাসিক এলাকার এস এম মাহবুবুল আলম, বাংলামোটরের চিত্ত মজুমদার এবং শহীদ তাজউদ্দীন আহমদ সরণির আব্দুল মুক্তাদির।
সর্বোচ্চ নারী করদাতা গুলশানের মিতুলী মাহবুব আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা বাদামতলীর আবদুর রব।
দীর্ঘ সময়ের করদাতা ফজলুল হক ও মৃদুল বড়ুয়া চৌধুরী। সর্বোচ্চ করদাতা আলীহোসাইন আকবরআলী, মোহাম্মদ নাদের খান এবং আবু মোহাম্মদ।
সর্বোচ্চ নারী করদাতা শামীম হাসান আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মোহাম্মদ মুমিনুল হক।
দীর্ঘ সময়ের করদাতা সুখদেব ঘোষ ও আফজাল হোসেন। সর্বোচ্চ করদাতা মুসা আহমেদ, কবির আহমেদ এবং রতন কুমার সাহা।
সর্বোচ্চ নারী করদাতা নূরজাহান আহমেদ আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা তমাল রায়।
দীর্ঘ সময়ের করদাতা রজত শুভ্র পাল ও মো. খাইরুল বাসার। সর্বোচ্চ করদাতা মোহাম্মাদ নকীব উদ্দিন, মনির হোসেন নিজামী ও মাহতাবউদ্দিন সরকার।
সর্বোচ্চ নারী করদাতা ফারজানা নেহা আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা জিয়ারত হোসেন।
দীর্ঘ সময়ের করদাতা কে আর ইসলাম ও মো. মাহাবুব হোসেন। সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, খন্দকার মাহবুব আলম এবং ফজলুল হক হজন।
সর্বোচ্চ নারী করদাতা জাকিয়া সুলতানা আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মো. লিটন।
দীর্ঘ সময়ের করদাতা মো. আলমগীর খান ও মো. বদরুল আলম। সর্বোচ্চ করদাতা আ ক ম বাহাউদ্দিন, এ কে সামাদ সাগর এবং দিলীপ কুমার রায়।
সর্বোচ্চ নারী করদাতা নাছিমা আক্তার চৌধুরী আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মো. আবুল কাশেম পাটোয়ারী।
দীর্ঘ সময়ের করদাতা মো. হেকমত উল্লাহ ও নির্মল কর্মকার। সর্বোচ্চ করদাতা আবদুল আউয়াল, নাসিমুল গণি খান এবং পিপলু ইসলাম।
সর্বোচ্চ নারী করদাতা মোছা. নূরজাহান বেগম আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মো. পাভেল হোসেন।
দীর্ঘ সময়ের করদাতা আবদুল খালিক ও ধ্রুবজ্যোতি শ্যাম। সর্বোচ্চ করদাতা এ কে এম আতাউল করিম, রাখাল দে এবং এম নুরুল হক সোহেল।
সর্বোচ্চ নারী করদাতা হাছিনা আক্তার চৌধুরী আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মুহাম্মদ শাহ আলম।
দীর্ঘ সময়ের করদাতা ফারুক হোসেন ও শামীম আহসান। সর্বোচ্চ করদাতা মো. রুহুল আমীন, মোহাম্মদ জিয়াউল আহসান এবং কাজী নিজামউদ্দিন।
সর্বোচ্চ নারী করদাতা হরিদুন নেছা আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মো. রফিকুল ইসলাম।
দীর্ঘ সময়ের করদাতা দীপক কুমার সাহা ও মো. এনামুল হক। সর্বোচ্চ করদাতা মো. রফিকুল ইসলাম ফরহাদ, তৌহিদ হোসেন ও তানভীর হোসেন।
সর্বোচ্চ নারী করদাতা গুলনাহার ইসলাম আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা আ ন ম ওয়াহেদ মজুমদার।
দীর্ঘ সময়ের করদাতা মো. দেলোয়ার হোসেন ও কামাল উদ্দিন। সর্বোচ্চ করদাতা বলরাম পোদ্দার, সত্যকৃষ্ণ পিপলাই এবং শওকত হাচানুর রহমান।
সর্বোচ্চ নারী করদাতা কানিজ ফাতেমা আর ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা সোহাগ কৃষ্ণ পিপলাই।