কার্বনেটেড বা কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির ওপর টার্নওভার কর কিছুটা কমানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এসব কোম্পানির টার্নওভার কর ন্যূনতম ৫ শতাংশ করা হয়েছিল। সেই করহার কমিয়ে এখন ৩ শতাংশ করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এ আদেশ জারি করেছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতু্ল মুনিম স্বাক্ষরিত এ আদেশ ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। চলতি অর্থবছরের আগে এ খাতে ন্যূনতম টার্নওভার কর দশমিক ৬০ শতাংশ।
জানা গেছে, এ খাতে প্রতিবছর টার্নওভার বা বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বাংলাদেশে দেশি–বিদেশি মিলিয়ে বেশ কিছু কোম্পানি কার্বনেটেড পানীয় বাজারজাত করে।