বাংলাদেশ অর্থনীতি সমিতি
বাংলাদেশ অর্থনীতি সমিতি

অর্থনীতি সমিতির সম্মেলন

দেশে ব্যাংক একীভূতকরণে সুশাসন নিশ্চিত জরুরি

দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ১০টি ব্যাংককে মার্জার বা একীভূত করার পথনকশা করেছে বাংলাদেশে ব্যাংক। ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করলে সুফল পাওয়ার সুযোগ রয়েছে। তবে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ব্যাংক খাতের খেলাপি ঋণ কমিয়ে আনতে হলে বড় ধরনের নীতি সংস্কার দরকার।

বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিনে আজ শুক্রবার বিকেলে ‘ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, মুদ্রানীতি, রিজার্ভ, মুদ্রা অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রা, রেমিট্যান্স ও ফিনটেক-আর্থিক প্রযুক্তি’ শীর্ষক কর্ম অধিবেশনে এসব কথা বলেন প্রবন্ধ উপস্থাপকেরা। এ অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জি।

এ অধিবেশনে ১৪টি প্রবন্ধ পাঠ করার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থাপিত হয়েছে ৮টি। এসব প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতির শিক্ষক ও শিক্ষার্থী, ব্যাংকার ও সনদধারী হিসাববিদ (সিএ)। এ তালিকায় বাবা-মেয়েও আছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম ও তাঁর মেয়ে ইস্টার্ণ ব্যাংকের কর্মকর্তা তাসফিয়া ইসলাম পৃথক দুটি প্রবন্ধ পাঠ করেন।

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বারকাত।

কর্ম অধিবেশনে সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক মিহির কুমার রায় বলেন, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের তথ্য গোপন করে। তাদের তথ্য, মোট ঋণের প্রায় ১০ শতাংশ খেলাপি। তবে যেসব ঋণ নিয়ে মামলা চলছে, সেগুলোর হিসাব তারা আনছে না। সেটি করলে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। তিনি আরও বলেন, ব্যাংকে তারল্য–সংকট রয়েছে। এর পেছনে বড় কারণ এই খেলাপি ঋণ। দক্ষিণ এশিয়ার মধ্যে বেশি খেলাপি ঋণের তালিকায় শ্রীলঙ্কার পরই বাংলাদেশের অবস্থান। নেপালের মতো দেশও ঋণখেলাপিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অথচ বাংলাদেশ পারছে না। নীতি সংস্কার ছাড়া খেলাপি ঋণ কমানো যাবে না।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মো. শাহদাৎ হোসেন বলেন, ‘দুর্বল ব্যাংকের সঙ্গে ভালো ব্যাংক একীভূত হয়। উন্নত দেশে বাজারই বলে দেবে আপনাকে একীভূত হতে হবে। আমাদের মতো দেশে এসব ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বড় ভূমিকা রাখে।’ তিনি বলেন, খেলাপি ঋণ সমাজে বৈষম্য বাড়াচ্ছে। খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে ব্যাংক একীভূতকরণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা জরুরি। প্রথমেই দুর্বল ও সবল ব্যাংকের ব্যালান্স শিট তৈরি করতে হবে।

অর্থনীতি সমিতির এবারের সম্মেলনে ৯টি কর্ম অধিবেশনে ১৭০ জন গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে। এবারে নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে লড়ছেন কাজী খলীকুজ্জমান আহমদ ও মো. মুজাফফর আহমেদ।