ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং মিডিয়াস্টার লিমিটেড সেরা করদাতার সম্মাননা পেয়েছে এবারও। দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামও এই সম্মাননা পেয়েছেন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা হয়েছে মিডিয়াস্টার লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। অন্য তিন প্রতিষ্ঠান হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।
এবারও সেরা করদাতার সম্মাননা পেল মিডিয়াস্টার লিমিটেড। মিডিয়াস্টার থেকে দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলো প্রকাশিত হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে টানা সপ্তমবারের মতো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডকে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের এই সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
একই সঙ্গে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান সেরা নারী করদাতার পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সাংবাদিক শ্রেণিতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব মিলনায়তনে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কর কার্ড তুলে দেওয়া হয়। শাহনাজ রহমানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও কর কার্ড গ্রহণ করেন ট্রান্সকম লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. কামরুল হাসান। শাহনাজ রহমানও টানা সপ্তমবারের মতো এই সম্মাননা পেলেন।
শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। এর আগে ২০১৭ সালে এনবিআরের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর দিচ্ছে এমন ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়। তখন লতিফুর রহমান ও তাঁর পরিবার ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা পান।
গতকালের অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে মাহ্ফুজ আনামের পক্ষে দ্য ডেইলি স্টার-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যাক্স এ এস এম নজরুল ইসলাম ক্রেস্ট গ্রহণ করেন। অন্যদিকে মিডিয়াস্টারের পক্ষে মতিউর রহমান এই সম্মাননা নেন।
সাংবাদিক শ্রেণিতে এ বছর সেরা করদাতা হয়েছেন মোট পাঁচজন। মাহ্ফুজ আনাম ও মতিউর রহমান ছাড়া অন্য তিনজন হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, একই টেলিভিশনের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম। তাঁরাও অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সম্মাননা নেন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা হয়েছে মিডিয়াস্টার লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। অন্য তিন প্রতিষ্ঠান হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।
ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীনে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন ও রেডিও রয়েছে। আর সময় মিডিয়ার আওতায় সময় টেলিভিশন এবং টাইমস মিডিয়ার আওতায় বাংলা দৈনিক সমকাল ও টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর প্রকাশিত ও পরিচালিত হয়।
টাইমস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ ক্রেস্ট নেন।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ছাড়াও মহিলা শ্রেণিতে আরও চারজন এ বছর সেরা করদাতা হয়েছেন। তাঁরা হলেন আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান। মহিলা শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত পাঁচজনই ঢাকার করদাতা।
গতকালের অনুষ্ঠানে ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।