জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ক্রেতাদের মাঝে পণ্য কিনে ভ্যাট চালান না নেওয়ার প্রবণতা রয়েছে। পণ্য কিনে ভাউচার নিলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দায়বদ্ধতা তৈরি হয়। তাতে এনবিআরেরও ভ্যাট আদায়ে সুবিধা হয়।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এনবিআর জানিয়েছে, ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হবে। এ বছর ভ্যাট দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব।’
যেসব জায়গায় রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে উন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, সরকারের মোট রাজস্বের ৮৬ শতাংশ আহরণ করে এনবিআর। আর এনবিআরের মোট রাজস্বের ৩৮ শতাংশই আসে ভ্যাট বা মূসক (মূল্য সংযোজন কর) থেকে। ভ্যাট থেকে রাজস্ব আদায় আরও বাড়াতে এনবিআর কাজ করছে। এ জন্য ভ্যাট বিষয়ে জনসচেতনতা বাড়ানো দরকার। তিনি ক্রেতাদের উদ্দেশে বলেন, আপনারা পণ্য কেনার সময় চালান নিয়ে ভ্যাট আদায়ে সহযোগিতা করুন।
ভ্যাট আদায়ে আগামী ডিসেম্বরের মধ্যে ৩০ হাজার ও প্রতিবছর ৬০ হাজার ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) ও এসডিসি (সেলস ডেটা কন্ট্রোলার স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানায় এনবিআর। সংস্থাটির প্রধান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আগামী পাঁচ বছরে প্রায় তিন লাখ ডিভাইস স্থাপন করা হবে। এসব ডিভাইস বা যন্ত্র স্থাপন করা হলে অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার রাজস্ব আসবে। সারা দেশে এখন পর্যন্ত ১৮ হাজার ৫টি ইএফডি ও ৫০০ এসডিসি স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন) মইনুল খান বলেন, কাঁচামাল আমদানি কমে যাওয়ার কারণে রাজস্ব কমেছে। কোনো কোনো ক্ষেত্রে ৩০ শতাংশ আমদানি কমেছে। তবে কিছু কৌশল অবলম্বন করে ভ্যাট আদায় বাড়ানো সম্ভব হয়েছে। এ কারণে ভ্যাট আদায়ে গত নভেম্বর পর্যন্ত ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
মইনুল খান আরও বলেন, রাজস্ব আদায় বাড়াতে ইএফডি মেশিন বেশ কার্যকর। এ জন্য খুচরা পর্যায়ে দ্রুত ইএফডি মেশিন বসানোর লক্ষ্য রয়েছে এনবিআরের। জেলা-উপজেলা পর্যায়েও ইএফডি মেশিন বসানো হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর আগারগাঁওয়ের এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত থাকবেন বলে এনবিআর জানিয়েছে।